নয়াদিল্লি: লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) মাঝেই সংশোধিত নাগরিকত্ব আইনের সুফল পাওয়া শুরু বাংলার শরণার্থীদের। প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে জানানো হয়েছে। একইসঙ্গে হরিয়ানা এবং উত্তরাখন্ড রাজ্যেও নাগরিকত্ব পেলেন শরণার্থীরা।
গত ১১ মার্চ দেশজুড়ে সিএএ (Citizenship Amendment Act) চালু হওয়ার পরেই নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে এই আইন কার্যকর করা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। একদিকে যখন সিএএ (CAA)-এর ইতিবাচক দিকে তুলে ধরতে চাইছে বিজেপি, অন্যদিকে এই আইন নিয়েই প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গিয়েও সিএএ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব পেলে সেই বাংলারই শরণার্থীরা।