দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচনী আবহে রাজ্যের একাধিক জায়গায় শাসক-বিরোধী দ্বন্দ্ব বারবার সমানে আসছে। এবার শেষ দফার ভোটের আগেও শাসকদলের দাদাগিরির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার (Mandirbazar) বিধানসভার ধনুরহাট গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর এলাকায়। দল ছেড়ে বিজেপি (BJP) করায় এবং জব কার্ডের টাকা তৃণমূলের স্থানীয় নেতার হাতে তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল (Old Man Beaten)।
মুখ্যমন্ত্রীর দেওয়া জব কার্ডের টাকা শাসক দলের নেতাকে না দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জব কার্ডের টাকা না দেওয়ায় বাজার থেকে ফেরার পথে সুশীল মন্ডল, প্রবীর মন্ডল সহ কয়েকজনকে লাঠি নিয়ে মারধর করেছে তৃণমূলের (TMC) নেতা, এমনই অভিযোগ।
আরও পড়ুন: রেমালের দুর্যোগ কাটিয়ে স্বাভাবিকের পথে সুন্দরবন
স্থানীয় সূত্রে খবর, সুশীল মন্ডল, প্রবীর মন্ডল সহ এলাকার কয়েকজন বাসিন্দা জব কার্ডে কাজ করে। জব কার্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর সেই টাকা শাসকদলের নেতারা দাবি করে। টাকা দিতে না চাওয়ার তাদের মারধর করা হয় বলেই অভিযোগ। মারধরের কথা অস্বীকার করলেও দল ছেড়ে বিজেপি করার কথা স্বীকার করেছে ওই নেতা। ইতিমধ্যেই মন্দিরবাজার থানায় (Mandir Bazar PS) অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও খবর দেখুন