skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScroll৫২.৩ ডিগ্রি! দেশের সর্বকালীন তাপমাত্রার রেকর্ড দিল্লিতে
Delhi Heat Wave

৫২.৩ ডিগ্রি! দেশের সর্বকালীন তাপমাত্রার রেকর্ড দিল্লিতে

তাপমাত্রা রেকর্ড ছোঁয়ার দিনেই স্বস্তির বৃষ্টি হল দিল্লিতে

Follow Us :

নয়াদিল্লি: দেশের সর্বকালীন রেকর্ড ভেঙে দিল রাজধানী দিল্লির (Delhi) তাপমাত্রা। বুধবার নয়াদিল্লির মুঙ্গেশপুরে (Mungeshpur) দুপুর আড়াইটেয় তাপমাত্রার পারদ ছুঁল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড গরম পড়ার সঙ্গে দিল্লিতে বিদ্যুতের চাহিদাও রেকর্ড ছুঁল। রাজধানীতে বুধবার রাজধানীতে বিদ্যুতের চাহিদা ছিল ৮৩০২ মেগাওয়াট। তাপপ্রবাহের প্রকোপে এসি, কুলার চালানোর বহর বেরে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর।

তবে তাপমাত্রা রেকর্ড ছোঁয়ার দিনেই কিছুটা স্বস্তি পেলেন রাজধানীর কিছু অংশের মানুষ। বিকেলের দিকে হালকা বৃষ্টি নেমেছ। আবহাওয়া দফতর দমকা বাতাসের সঙ্গে দু’ এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই মতোই দিল্লি-এনসিআর (Delhi-NCR) চত্বরে নামল স্বস্তির বারিধারা, ভিজল নয়ডার (Noida) মাটিও।

আরও পড়ুন: বিজেপির বিদায়ী সাংসদ ব্রিজভূষণের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত ২ শিশু

এদিন মরুরাজ্য রাজস্থানের (Rajasthan) দুই জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রির ঘরে পৌঁছয়। হরিয়ানার (Haryana) সির্সাতে তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ রাজস্থানের বারমের, যোধপুর, উদয়পুর, সিরোহি এবং জালোরে জলীয় বাষ্প প্রবেশ করায় চার ডিগ্রি মতো তাপমাত্রা কমেছে। আশা করা যাচ্ছে গোটা উত্তর-ভারতেই এবার তাপপ্রবাহ কমবে।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular