skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee | পঞ্চায়েতের ডঙ্কা নিয়ে মমতা আজ পূর্ব মেদিনীপুরে, ব্রাত্য নন্দীগ্রাম 

Mamata Banerjee | পঞ্চায়েতের ডঙ্কা নিয়ে মমতা আজ পূর্ব মেদিনীপুরে, ব্রাত্য নন্দীগ্রাম 

Follow Us :

কলকাতা: আজ, সোমবার পূর্ব মেদিনীপুর (East Medinipur) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে প্রায় তিন লক্ষ মানুষের হাতে তুলে দেবেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা। খেজুরির (Khejuri) ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প জেলার বাসিন্দাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই সফর রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর এই সফরসূচিতে রয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা। খেজুরিতে প্রশাসনিক সভা করার কথা রয়েছে। কিন্তু তার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত নন্দীগ্রাম (Nandigram) তাঁর সফরসূচিতে নেই। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর (Singur) সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর কলকাতায় ধরনা মঞ্চে যোগ দেন। বাম আমলে তৃণমূলের জমি আন্দোলনের সময় একসঙ্গে উচ্চারিত হতো সিঙ্গুর এবং নন্দীগ্রামের নাম। কিন্তু, পূর্ব মেদিনীপুর সফরে কেন নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর সূচিতে নেই তাই নিয়ে শুরু হয়েছে জোর গুজব। বিধানসভা ভোটের পর তিনি দুবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে যাননি।

আরও পড়ুন: Suvendu Adhikari | চন্দ্রকোনায় শুভেন্দুর সভা বাতিল, অনুমতি ছাড়াই হবে, হুঁশিয়ারি বিজেপির

ঠিক রয়েছে, মুখ্যমন্ত্রী প্রথমে খেজুরিতে প্রশাসনিক সভা করবেন। এর পরের দিন দিঘায় দলীয় কর্মীদের নিয়ে সম্মেলন করার কথা রয়েছে। ৫ তারিখ সেখানে থাকবেন এবং ৬ তারিখ কলকাতায় ফিরবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নন্দীগ্রামে কেন যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? খেজুরির তৃণমূল কর্মীদের মতে, গত বছর মুখ্যমন্ত্রী তমলুকে সভা করেছিলেন। তার আগে দিঘায় সভা করেছিলেন। এরপর ফের জেলা সফরে আসছেন। তবে বিধানসভার ভোটের পর আর নন্দীগ্রামে আসেননি।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলা সফর রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পরিষেবা অনুষ্ঠানের পাশাপাশি এই সফরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই একাধিক নির্দেশ দিয়ে এসেছিলেন জেলা প্রশাসনকে। এবার সেই সমস্ত কাজের হালচাল নিয়েও মুখ্যমন্ত্রী খোঁজখবর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানটি হবে খেজুরির ঠাকুরনগর হাইস্কুল মাঠে। সেখানেই বিভিন্ন প্রকল্পের পরিষেবা পাবেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। এদিন তিনি উদ্বোধন করবেন প্রায় ৫০০ কোটি টাকার মূল্যের ৫৫৪টি প্রকল্পের। শিলান্যাস ৩০০ কোটি টাকা মূল্যের ৭০টি প্রকল্পের। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ৪ এপ্রিল কর্মী সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই দলীয় কর্মী সমর্থকরাও কোমর বাঁধতে শুরু করেছেন। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hemant Soren | ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত, তাহলে চম্পই সোরেনের কী হবে? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
00:00
Video thumbnail
CPIM | কেন হারল সিপিএম? কারণ খুঁজতে অভিনব উদ্য়োগ পার্টির!
01:19:56
Video thumbnail
Madan Mitra - সৌগত বনাম মদন ? সৌগতর বিস্ফোরক ছবি' ফাঁস করলেন' মদন !
01:31:16
Video thumbnail
TMC | তৃণমূলের মিছিলে হাঁটলেন 'মৃত' বৃদ্ধা অবাক কাণ্ড বসিরহাটে
10:27:11
Video thumbnail
Shiv Sena | BJP | রাজ্যসভায় বিজেপিকে তুলোধনা কী বললেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা?
03:28:11
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:25:27
Video thumbnail
Narendra Modi | Mamata Banerjee | নাম নিলেন না মমতার! কী বললেন মোদি?
10:56:01
Video thumbnail
Narendra Modi | লোকসভায় তুফান তুলেছিলেন রাহুল, রাজ্যসভায় জবাব মোদির কোন ইস্যুতে মুখ খুললেন?
01:50:15
Video thumbnail
Kalyan Banerjee | Modi | মোদিতে রণংদেহী, 'এত ঘেন্না কেন?'
11:42:01