skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeজেলার খবরPurulia: ঝালদায় কাকা-ভাইপো ও দুই জায়ের লড়াই পুরভোটের আকর্ষণ

Purulia: ঝালদায় কাকা-ভাইপো ও দুই জায়ের লড়াই পুরভোটের আকর্ষণ

Follow Us :

পুরুলিয়া: রাজনীতিতে পরিবার বনাম পরিবারের লড়াই নতুন নয়৷ একই পরিবারের দুই সদস্য ভিন্ন দুই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এমন বহু দৃষ্টান্ত রয়েছে৷ আবার ভোটের ময়দানে একে অপরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন এমন নজিরও ঝুরি ঝুরি৷ কিন্তু পুরুলিয়ার ঝালদায় একই পরিবারের চার সদস্য পুরভোটে প্রার্থী হয়ে চমক দিয়েছেন৷ ২ নম্বর ওয়ার্ডে কাকুর বিরুদ্ধে লড়ছেন ভাইপো৷ আর দুই জা ১২ নম্বর ওয়ার্ডে একে অন্যের প্রতিদ্বন্দ্বী৷ কিন্তু প্রচারে বেরিয়ে সম্পর্কের কথা মুখেও আনছেন না কেউই৷ একে অন্যের সমালোচনার চেয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন ভালো কাজ করার৷ চারজনেরই দাবি, মানুষ তাঁদের সঙ্গে রয়েছেন৷ তাঁরাই জিতবেন৷ সব মিলিয়ে ২ ও ১২ নম্বর ওয়ার্ডের পারিবারিক লড়াই বেশ জমজমাট৷

রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে পুরুলিয়ার ঝালদা পুরসভা বরাবরই ব্যতিক্রমী৷ ১৩১ বছরের প্রাচীন এই পুরসভায় আশানুরূপ উন্নয়ন হয়নি৷ মাত্র ১২টি ওয়ার্ড নিয়ে তৈরি এই পুরসভায় অতীতে বোর্ড গড়েছে বাম, কংগ্রেস এবং তৃণমূল৷ তবে কাউন্সিলরদের মধ্যে বনিবনা না হওয়ায় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময়ে ভেঙে গিয়েছে বোর্ড৷ অনাস্থার ঘটনা যেন অভিশাপ এই পুরসভায়৷ এই আঙ্গিকেই কাকা-ভাইপো এবং দুই জা পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন৷ সম্পর্ককে ঠান্ডা ঘরে পাঠিয়ে আপাতত সবাই ভোট প্রচারে ব্যস্ত৷ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ৷

ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তপন কান্দু৷ এর আগে তিনি ১২ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে জিতে, তিনবার কাউন্সিলর হন৷ ওই ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় সেখানে স্ত্রী পূর্ণিমাকে দাঁড় করিয়েছেন৷ নিজে চলে এসেছেন ২ নম্বরে৷ গত লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ৷ কিন্তু সেখানে কাজের সুযোগ না পেয়ে নেপাল মাহাতোর হাত ধরে কংগ্রেসে যোগ দেন৷ এই প্রথম কংগ্রেসের প্রতীকে পুরভোটে লড়বেন৷ তাঁরই বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছেন তরতাজা যুবক দীপক কান্দু, সম্পর্কে যিনি তপনের ভাইপো৷ দীপকের কথায়, কাকা গুরুজন ব্যক্তি৷ তাঁকে প্রণাম জানাই৷ কিন্তু রাজনীতি সম্পূর্ণ আলাদা৷ ২ নম্বর ওয়ার্ডের মানুষ এখন একটাই কথা বলছেন, এখানে তরুণ মুখ চাই৷ অন্যদিকে কাকা তপন জানিয়েছেন, লড়াইটা ভাইপোর সঙ্গে ঠিকই৷ কিন্তু ভোটযুদ্ধে কাকা-ভাইপোর সম্পর্ককে আপাতত দূরে সরিয়ে রেখেছি৷ ওকে আর্শীবাদ করছি৷ তবে জয়ী হওয়ার জন্য নয়৷

আরও পড়ুন: West Bengal Civic Polls: আরামবাগে মহিলাদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী

বাড়ির চৌহদ্দি পেরিয়ে রাজনীতির জগতে পা রেখেছেন দুই জা৷ ঝালদার ১২ নম্বর ওয়ার্ডে একে অন্যের প্রতিদ্বন্দ্বী তাঁরা৷ পূর্ণিমা কান্দুর স্বামী আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন৷ সেই সুবাদে এলাকায় তাঁর ভালোই পরিচিতি আছে৷ সেই পরিচিতিকেই ভোট প্রচারে কাজে লাগাচ্ছেন পূর্ণিমা৷ অপরদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাগিনী সাউ৷ তিনি জানিয়েছেন, আমি তৃণমূল করি৷ জা কংগ্রেস করে৷ এর জন্য সম্পর্ক নষ্ট হয়নি৷ আমাদের মধ্যে কথা হয়৷ কিন্তু মানুষ আমাকেই সমর্থন করছেন৷ সবাই অভিযোগ করছেন, আগের কাউন্সিলর কোনও কাজ করেননি৷ জিতলে মানুষের কাজ করব৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51