skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeCurrent Newsএশিয়া কাপ হকির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত

Follow Us :

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ করল ভারত। জাকার্তায় এদিনই শুরু হল এশিয়া কাপ হকি। পুল এ-র প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত এগিয়ে ছিল ভারত। প্রথম কোয়ার্টারের নয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন দেশের হয়ে প্রথম খেলতে নামা কার্তি সেলভম। এর পর দুই দলই গোল করার একাধিক সুযোগ নষ্ট করে। যখন মনে হচ্ছিল ভারত ম্যাচটা জিতে যাবে তখনই ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হয়ে গোল করে ম্যাচটা ১-১ করে দেন আব্দুল রানা। পুল এ-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও রয়েছে জাপান ও ইন্দোনেশিয়া। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও বাংলাদেশ। ২০১৭ সালে শেষ বারের এশিয়া কাপের আসর বসেছিল ঢাকায়। সেবার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের টুর্নামেন্টে ভারতের কোচ হয়েছেন সর্দার সিং। অবসর ভেঙে রূপিন্দর পাল সিং ও বীরেন্দ্র লাকরা ফিরে এসেছিলেন এই টুর্নামেন্ট খেলার জন্য। রূপিন্দরকে করা হয়েছিল অধিনায়ক। কিন্তু চোটের জন্য ছিটকে যান রূপিন্দর। তার পর অধিনায়ক করা হয়েছে বীরেন্দ্র লাকরাকে। সহ অধিনায়ক হয়েছেন অবসর ভেঙে ফিরে আসা আর এক সিনিয়র খেলোয়াড় এস ভি সুনীলকে। তবে টিমটা গড়া হয়েছে তরুণ খেলোয়াড়দের নিয়ে। অন্তত দশজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে যারা এই প্রথম দেশের হয়ে খেলছেন।

RELATED ARTICLES

Most Popular