skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeরাজনীতিAnubrata Mandal: সশরীরে না থেকেও যেন বোলপুরের পাড়ার পুজোয় স্বমহিমায় কেষ্ট

Anubrata Mandal: সশরীরে না থেকেও যেন বোলপুরের পাড়ার পুজোয় স্বমহিমায় কেষ্ট

Follow Us :

বীরভূম: তিনি হয়তো উপস্থিত নেই। কিন্তু ৫৫ বছরে পা দেওয়া বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কালীপুজো (Kali Puja) এবারও যথেষ্ট সাড়ম্বরে পালিত হচ্ছে। বোলপুরের নিচুপটিতে বারিপুকুর সম্মেলনে ক্লাব বর্তমানে এই পুজোর উদ্যোক্তা। শহরের সবচেয়ে বড় কালী প্রতিমা হয় এই কেষ্টকালী পুজোতে। প্রত্যেক বছর অনুব্রত মন্ডল ওই পুজোর উদ্বোধন করতেন। চলতি বছর অবশ্য আসানসোলে জেলবন্দি তিনি। কিন্তু সংশোধনাগার থেকেই বীরভূমের বাসিন্দাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। 

বীরভূমের ডাকসাইটে রাজনীতিক হিসাবে ইতিমধ্যে যথেষ্ট পরিচিত অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল। বরাবরই তিনি কালী ভক্ত। চড়াম-চড়াম, গুড়বাতাসা থেকে শুঁটিয়ে লাল করে দেওয়ার মত নানা অনির্বচনীয় শব্দবন্ধের আবিষ্কর্তা কেষ্টর দাপটে একসময় পঞ্চায়েত অনেক কেন্দ্রে প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। আর এহেন অনুব্রতর নিজের পুজোয় রমরমার আতিশয্য অতি স্বাভাবিক ঘটনা।   

আরও পড়ুন:Kolkata Metro: জন্মদিনে অনেক শুভেচ্ছা বাঙালির নস্টালজিয়া ‘পাতালরেল’ 

অনুব্রতর ওই কালীপুজো আপাতত তাঁর পাড়ার ক্লাব বাড়িপুকুর সম্মেলনীর উদ্যোগে আয়োজন করা হয়। সময় গড়িয়ে কেষ্টকালীর সেই পুজো এবার ৫৫ বছরে পা রাখল। প্রত্যেক বছর ঘটা করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওই পূজার উদ্বোধন করেন। চলতি বছর যদিও তার অস্থায়ী ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগার। গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা। 

কিন্তু তাতেও জনসংযোগে খামতি রাখেননি। বীরভূমের বাসিন্দাদের কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন আসানসোলের কারাগার থেকে। তাঁর দীপাবলির শুভেচ্ছা সহ বেশ কিছু তোরণ শোভা পাচ্ছে বোলপুর শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুব্রত মণ্ডলের বড় বড় ছবি দিয়ে তৈরি তোরণে জেলার বাসিন্দাদের দীপাবলির শুভেচ্ছা জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular