skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeবিনোদনJanhvi kapoor: বিজয়কে নিয়ে কী ভাবেন তিনি? জাহ্নবীর জবাবে বাড়ল গুঞ্জন

Janhvi kapoor: বিজয়কে নিয়ে কী ভাবেন তিনি? জাহ্নবীর জবাবে বাড়ল গুঞ্জন

Follow Us :

ছবি মিলির প্রোমোশনে এখন চূড়ান্ত ব্যস্ত জাহ্নবী কাপুর। একদিকে ছবির প্রোমোশন অন্যদিকে একের পর এক ইন্টারভিউ। সব ব্যপারেই জাহ্নবীর সোজা সাপ্টা জবাবে বেশ মজা পাচ্ছেন প্রশ্নকর্তা থেকে শুরু করে নেটিজেনরা। আর এদিকে বনি তনয়ার এই সোজা সাপ্টা জবাবেই বেড়িয়ে আসছে বলিউডের অন্দরমহলের একাধিক খবর। সেরকমই একটি সাক্ষাত্কারে বিজয় দেভারাকোন্ডা প্রসঙ্গে জাহ্নবী বলে বসে আরে ও তো “প্রাক্টিক্যালি ম্যারেড”। আর একথা তাঁর মুখ দিয়ে বেরোনা মাত্র হয়ে উঠে বিনোদনের শিরোনাম।  

কেন এমন বললেন জাহ্নবী তার সাফাই দিতে গিয়ে অভিনেত্রী জানান  কান পাতলেই নাকি শোনা যাচ্ছে তেলুগু হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডা ও ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মানদানার সম্পর্কের গুঞ্জন। আর এই কথা শোনা মাত্র দুইয়ে-দুইয়ে চার করে ফেলেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকার ফ্যানরা। নেটিজেনদের মতে গুঞ্জন কে সত্যি প্রমাণ করল জাহ্নবীর এই জবাব। কারণ চলতি মাসের শুরুতেই সমুদ্র সৈকতে নিরবে নিভৃতে সময় কাটাতে বিজয়ের সঙ্গে মলদ্বীপ উড়ে যান রশ্মিকা।

আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আসছে চঞ্চল ‘হাওয়া’

এদিকে জাহ্নবী আবার একেবারে ইউ টার্ন নিয়ে প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, বহুলচর্চিত এই সাক্ষাত্কারে তাঁর স্বয়ম্বরের জন্য পাত্র বাছতে বলা হয়। এর জবাবে আমার যে উত্তর ছিল তার পরিপ্রেক্ষিতে আমায় বিজয়ের কথা জিজ্ঞেস করা হয়। এদিকে বিজয় আমাদের সার্কেলে পড়েনা। এমনকি ওঁর সঙ্গে আমার তেমন কথাও হয় না।

প্রসঙ্গত, প্রথমসারির একটি বিনোদন পোর্টাল জাহ্নবীকে এই প্রশ্ন প্রথম করে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যদি কখনও তাঁর স্বয়ম্বরের আয়োজন করা হয় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোন তিন অভিনেতাকে বাছবেন জাহ্নবী। এর উত্তরে জাহ্নবী হৃতিক রোশন, টাইগর শ্রফ ও রণবীর কাপুরের নাম নেন। পরক্ষণেই অবশ্য ভুল শুধরে বলেন আরে ওঁর তো বিয়ে হয়ে গেছে। এর বদলে তিনি অন্য অভিনেতার নাম খুঁজতে শুরু করলে প্রশ্নকর্তা তাঁকে বিজয় দেবারকোন্ডার কথা বলেন। আর তখনই বিজয় “প্রাক্টিক্যালি ম্যারেড” মন্তব্য করে বসেন জাহ্নবী।       

 

RELATED ARTICLES

Most Popular