skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollদোকান উচ্ছেদকে ঘিরে রণক্ষেত্র নিউটাউন

দোকান উচ্ছেদকে ঘিরে রণক্ষেত্র নিউটাউন

হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ

Follow Us :

কলকাতা: অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে রণক্ষেত্র নিউটাউনে (Agitation In Newtown)। শনিবার রাজ্যের আবাসন দফতরের অধীনস্ত সংস্থা ‘হিডকো (HIDCO )’ নিউটাউনের ঝিলপাড় এলাকায় অবৈধ দোকান সরানোর অভিযানে নেমেছিল। বুলডোজার নিয়ে দোকান ভাঙা শুরু হতেই বিক্ষোভ দেখায় দোকানদারেরা (Newtown Shop Owners)। তাঁদের বক্তব্য, দোকান থেকে রুজিরুটি চলে। তা ভেঙে দিনে সংসার নিয়ে পথে বসতে হবে। রুজিরুটি বন্ধ হয়ে যাবে। হিডকোর কর্মীরা দোকানদারদের বাধার মুখে পড়েছে। বিক্ষোভকারীরা হিডকোর কর্মীদের মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, আগাম না-জানিয়েই উচ্ছেদ অভিযান শুরু করে ‘হিডকো’। সংস্থার দাবি, উচ্ছেদ অভিযানের বিষয় এলাকায় মাইকিং করা হয়েছিল।

আরও পড়ুন: রাত পোহালেই টেট পরীক্ষা, ৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত নির্ধারণ

শনিবার দুপুরে নিউটাউনে (New Town)। তারুলিয়া ও ঝিলপাড় দুই এলাকায় দোকানগুলি ভাঙতে যান হিডকোর আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলেছেন। স্থানীয়দের দাবি, আগে পুনর্বাসন (Rehabilitation) দিতে হবে, তার পর দোকান ভাঙা যাবে। উচ্ছেদকারীরা জানান, পুনর্বাসনের (Rehabilitation) দেওয়া হবে। কিন্তু তার আগে দোকান ভেঙে এলাকা পরিষ্কার করতে হবে। ওই এলাকায় পানীয় জলের পাইপলাইন বসবে। এরপরই দুপক্ষ হাতাহাতিতে জড়ায়। হিডকোর আধিকারিকদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular