skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeScrollবিচারপতি এসএসসিকে বলেন, আপনারা কী লুকাতে চাইছেন?
Calcutta High Court

বিচারপতি এসএসসিকে বলেন, আপনারা কী লুকাতে চাইছেন?

স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের সমস্ত সদস্যদের তলব করে আদালত

Follow Us :

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) বোর্ডের সমস্ত সদস্যদের তলব করে আদালত (Calcutta High Court)। আজ, শুক্রবারই উপস্থিত থাকার নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দুপুর ১২টা৩০ এর মধ্যে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। নির্দিষ্ট সময়ের মধ্যে এজলাসে উপস্থিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আরও দুই সদস্য।

বিচারপতি দেবাংশু বসাক এসএসসিকে বলেন, আপনারা কী লুকাতে চাইছেন এবং কেন লুকাতে চাইছেন ? মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র। বিচারপতি তাতে বলেন, সেটা কমিশনের বোর্ড মেম্বারদের উপস্থিতিতে ঠিক করবেন। ওএমআর (OMR) স্ক্যান এবং মূল্যায়নকারি সংস্থা নাইসা (NYSA) সংক্রান্ত কিছু প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক।

আরও পড়ুন: মহাশিবরাত্রির শোভাযাত্রা চলাকালীন ১৪ জন শিশুকে বৈদ্যুতিক শক

স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিয়ে তারপর জানাতে হবে। বিচারপতি তাতে বলেন, এভাবে শুনানি বন্ধ করা যায় না। যখনই কোনও প্রশ্নের উত্তর চাওয়া হবে তখনই সময় চাইলে মামলা এগোবে কী করে ? এই এজলাসে কীভাবে শুনানি হয় আপনি দেখছেন। ঠিক করে দাঁড়াবার মতো জায়গা থাকে না। শেষ চার পাঁচ দিন বসার মতো চেয়ার পাওয়া যায়নি। বাকিরা কী বক্তব্য রাখছেন, বা আদালত কী প্রশ্ন করছে ঠিক করে লিখব কী করে ? কী করা যাবে বলুন? আমরা জানি যে এই এজলাস ছোট। এসএসস র মত বড় বড় অনেক বাড়ি আমাদের নেই, যে একটি বাড়ি থেকে সুপারিশ পত্র দেওয়া হবে, একটি বাড়ি থেকে এসএমএস (SMS) পাঠানো হবে।

বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রতীক ধর জানান,  বৈদ্যুতিন নথির এবিসিডি (A,B,C,D) জানে না সিবিআই (CBI)। সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফনামা পেশ করে সিবিআই। সেখানে ডেটা স্ক্যানটেক (Data Scantech) বলে একটি সংস্থার উল্লেখ করা হয়। ওএমআর (OMR) মূল্যায়ন এবং স্ক্যান করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা আছে বলে জানায় সিবিআই (CBI)।

বিচারপতি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে জানান, সিবিআই (CBI) এর এই হলফনামা আপনি পড়েছেন ? তাতে সিদ্ধার্থ মজুমদার বলেন, এই নাম আমি প্রথমবারের জন্য শুনলাম। বিচারপতি বলেন,  ফেব্রুয়ারি মাসে এই হলফনামা দাখিল হয়েছে। সেটা পড়ে দেখার সময় পাননি ? কত মানুষের জীবন জড়িত আছে এর সঙ্গে। তাতে সিদ্ধার্থ মজুমদার বলেন, আগামী সোমবার পর্যন্ত সময় দিন। সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সোমবার পরবর্তী শুনানি।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51