skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeরাজ্যএনামুলের ভাইয়ের থেকে দেব ৫০ লাখ টাকা নিয়েছেন, দাবি শুভেন্দুর

এনামুলের ভাইয়ের থেকে দেব ৫০ লাখ টাকা নিয়েছেন, দাবি শুভেন্দুর

আমি গরুচোর হলে হিরণও তাই, ইন্ডাস্ট্রির ৯০ শতাংশ গরুচোর, পাল্টা দেবের

Follow Us :

কলকাতা: কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ২৩ মে সকালে ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দেবের (Dev Adhikari) মুখোশ খুলে দেবেন বলে হুমকি দিয়েছিলেন। তা নিয়ে জল্পনা চলছিল, আবার কী বোমা ফাটাবেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার সকালে সেই জল্পনার অবসান ঘটল। এদিন এক্স হ্যান্ডেলে দেবের কীর্তি বলে একটি পোস্ট করেন। দেব কার কাছ থেকে কত টাকা নিয়েছেন, সেই সংক্রান্ত একটি তথ্য তুলে ধরেন শুভেন্দু। তাতে বলা হয়েছে, গরু পাচারে (Cattle smuggling) অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দেব দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন। দেবকে ঘড়ি এবং মোবাইল কেনার টাকা দেওয়া হয়েছে। পোস্টে শুভেন্দুর দাবি, দেবকে স্বীকার করতে হবে, তিনি গরু পাচারের টাকা নিয়েছিলেন। ইডি নড়েচড়ে বসার পর দেব টাকা ফেরত দিয়েছেন। পাল্টা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, এই কাগজ শুভেন্দু অধিকারীর কাছে গেল কী করে। তা তো ইডি, সিবিআইয়ের কাছে থাকার কথা। ঘাটালের ভোট প্রচারের শেষ দিনে অভিযোগ, পাল্টা অভিযোগের তরজা জমে উঠেছে। 

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন,  এই মানুষটি (দেব) যা বলেন, তার ঠিক উল্টোটি করেন। দেবের মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে। শুভেন্দুদা যা ফাঁস করেছেন, এরপর দেব কী বলবেন।  দেবের পাল্টা অভিযোগ, হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে তিনিও গরুচোর। নিজের এক্স হ্যান্ডেলে দেব শুভেন্দুকে কটাক্ষ করে লেখেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। গরু চুরির টাকার কথা যদি বল, তো তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মণ্ডলের কাছে টাকা নিয়েছেন তাহলে উনিও… গরু চোর।

আরও পড়ুন: ভিডিওর পর সন্দেশখালির ভাইরাল অডিওকে ঘিরে শোরগোল

দেব পরে বলেন, আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয়। যে গোপন তথ্য সিবিআই, ইডি, আদালতের কাছে থাকা উচিত, সেটা  শুভেন্দু অধিকারীর কাছে কী করে গেল। আমি যদি গরু চোর হই তা হলে টলিউড ইন্ড্রাস্ট্রির ৯০ শতাংশ অভিনেতা-অভিনেত্রী গরু চোর। কারণ বিজ্ঞাপনে যারা ফান্ডিং করে তাদের থেকে সংস্থা টাকা পায়। তাতে যদি কেউ গরু চুরির সঙ্গে যুক্ত থাকে তাহলে ধরে নেওয়া যায় সবাই গরু চোর। সেই ভাবে ধরলে অনেকের নাম উঠে আসবে। কিন্তু আমি তৃণমূলের সাংসদ বলে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ডাকা হয়েছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন, এতদিন ধরে যে কথাটা বুকের ভিতর চেপে রেখেছিলাম, আজ সেটা বলতে পেরে হাল্কা লাগছে। শুভেন্দু অধিকারী ৪২ টা সিটের চাপে রয়েছেন। তাই এই সব করছেন। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
পাত্তা পেল না বিরোধীরা, ডেপুটি স্পিকারও হাতে রাখবে বিজেপি?
00:00
Video thumbnail
Nitish Kumar | বড় খবর বিহারে, চেয়ার যাবে মুখ্যমন্ত্রী নীতীশের?
00:00
Video thumbnail
Mamata Banerjee | বাংলায় কথা বলা, লোক কমছে বাংলাতেই! তাহলে ভিড় কাদের?
10:37:00
Video thumbnail
পাত্তা পেল না বিরোধীরা, ডেপুটি স্পিকারও হাতে রাখবে বিজেপি?
08:52:50
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, কী বললেন বিজেপি নেতা
11:51:56
Video thumbnail
Mamata Banerjee | অধিকার নেই রাজ্যপালের! বলেই দিলেন মমতা
11:47:40
Video thumbnail
INDIA - NDA | সেঙ্গল না সংবিধান ? নতুন যুদ্ধ সংসদে ! কে জিতবে ? NDA না INDIA ?
11:55:01
Video thumbnail
Droupadi Murmu | সব পরীক্ষায় 'পাস' EVM, কত নম্বর দিলেন রাষ্ট্রপতি?
11:55:01
Video thumbnail
Nitish Kumar | বড় খবর বিহারে, চেয়ার যাবে মুখ্যমন্ত্রী নীতীশের?
10:18:10
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন, বিরোধীদের মুখে ড্যামেজ কন্ট্রোল
08:58:55