skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeখেলাম্যাচের মাঝেই হেলমেটে বলের আঘাত, হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের জেরিমি সোলোজানো

ম্যাচের মাঝেই হেলমেটে বলের আঘাত, হাসপাতালে ওয়েস্ট ইন্ডিজের জেরিমি সোলোজানো

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ক্রিকেটের মাঠে আবারও যেন সেই ফিল হিউজের ছায়া| ওয়েস্ট ইন্ডিজ ববনাম শ্রীলঙ্কা ম্যাচে মাথায় বল লেগে আহত ওয়েস্ট ইন্ডিজের জেরেমি সোলোজানো| ফিল্ডিংয়ের সময়ই তাঁর হেলমেটে বল লাগে| সেইসঙ্গেই মাঠেই পড়ে যান তিনি|

গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ| সেই সময়ই মাথায় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন অভিষেক হওয়া জেরেমি সোলোজানো| ব্যাটিং করছিলেন দিমুথ করুণারত্নে|

চেস্টন রসের বলেই পুল শট খেলেন করুণারত্নে| আর সেই সময়ই ঘটে সেই দূর্ঘটনা| শর্ট লেগে ফিল্ডিং করা জেরেমির হেলমেটে সজোরে লাগে সেই বল| এরপরই মাঠে আতঙ্কের বাতাবরন| সঙ্গে সঙ্গে হেলমেট খুলে মাঠেই শুয়ে পড়েন তিনি|

সতীর্থ থেকে শ্রীলঙ্কা ক্রিকেটারদের মুখে তখন আতঙ্কের ছাপ স্পষ্ট| মাঠেই শুরু হয় চিকিত্সা| কিন্তু অবস্থা খুব একটা অনুকূল না থাকায়, তাঁকে হাসপাতালে পাঠানোরই ব্যবস্থা করা হয়| আর সেইসঙ্গেই মাঠে যেন সেই ফিল হিউজের ঘটনার ছায়া| সকলের মুখেও তখন সেই কথাই|

এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে| মাঠ থেকে স্ট্রেচারে করেই বের করতে হয় জেরেমিকে| তবে আপাতত তিনি স্থিতিশীল| কোনওরকম ফ্র্যাক্চারও হয়নি| জানানো হয়েছে হাসপাতালের তরফে| তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না তিনি| চিকিতসকদের পর্যবেক্ষণে থাকবেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার|

RELATED ARTICLES

Most Popular