skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsACT Hockey: ভারতের বরাতে পাকিস্তানকে হারিয়ে এবারও ব্রোঞ্জ

ACT Hockey: ভারতের বরাতে পাকিস্তানকে হারিয়ে এবারও ব্রোঞ্জ

Follow Us :

বরাত জোরে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় হকি দল। তৃতীয়-চতুর্থ স্থানাধিকারির লড়াইয়ে ৪-৩ গোলে হারালো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ম্যাচের সেরা নির্বাচিত হলেন ভারতীয় দলনায়ক মনপ্রীত সিং।

ভারত ম্যাচে ১১ টি পেনাল্টি কর্ণার আদায় করে নেয়। কিন্তু তার থেকে গোল অধিকাংশ ক্ষেত্রে আসেনি। ফিল্ড গোল হয় বেশি। আর পাকিস্তান বেশি পেনাল্টি কর্ণার আদায় করতে পারে নি। ৪টি পায় । তার থেকে একটি মাত্র গোল হয়।

বরাত জোরে ব্রোঞ্জ পদক লাভ কেন, তা প্রমাণ মেলে ম্যাচের শেষ ৫ মিনিটে পরপর দুটি হলুদ কার্ড দেখে দুই সিনিয়র প্লেয়ার। ৯ জনে খেলতে হয় শেষ ৩ মিনিট।

খেলা শুরু হতেই ভারতের হার্মানপ্রীত সিং (২মিনিট) গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে ভারত ১-০ এগিয়ে ছিল। ১৫ মিনিটে প্রথম অর্ধের ১০ মিনিটে গোল শোধ করে দেয় পাক দল। আফরোজ (১-১) ম্যাচে সমতা আনেন।

পরের অর্ধ শুরু হতেই পাকিস্তান গোল করে এগিয়ে যায়। ৩৩মিনিটে রান এগিয়ে দেন (১-২)।ম্যাচের সমতা ফেরাতে ভারতকে অপেক্ষা করতে হয়, থার্ড কোয়ার্টারের শেষ মিনিট পর্যন্ত। ৪৫ মিনিটে গোলটি শোধ করেন সুমিত (২-২)। এরপর টিম ইন্ডিয়া আরও একটি গোল করে শেষ কোয়ার্টারে। ৫৩ মিনিটে বরুণ (৩-২) গোলে দলকে এগিয়ে দেন। ৩ মিনিট পর আবার গোল পায় ভারত (৪-২)। গোল করেন আকাশদীপ।

কিন্তু তাতেও দমে যায়নি পাক দল। ৪ মিনিটের মধ্যে নাদিমের গোলে (৩-৪) আবার পাকিস্তান ব্যবধান কমায়। কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি পেনাল্টি কর্ণার কাজে না লাগাতে পারায়।

ছবি: সৌ-টুইটার।

RELATED ARTICLES

Most Popular