skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeCurrent NewsEden IPL : জেনে রাখুন বৃষ্টির প্রকোপ ম্যাচের ভাগ্য নিয়ে কী কী...

Eden IPL : জেনে রাখুন বৃষ্টির প্রকোপ ম্যাচের ভাগ্য নিয়ে কী কী হতে পারে

Follow Us :

আজ ইডেনে দু’বছর পর আবার আইপিএল ম্যাচ। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। হার্দিক-গিল-ঋদ্ধি-শামিদের সঙ্গে সঞ্জু-বাটলার-অশ্বিন- চাহালদের লড়াই। কিন্তু কলকাতার হওয়া অফিসের আগামবার্তায় তো সকলের কপালে ভাঁজ চেপে বসেছে। বারবার স্যাটেলাইট চিত্র আর পরিবেশের উষ্ণতা পরখ করে চলেছেন আবহাওয়াবিদরা। আর জানিয়ে দিচ্ছেন – সতর্কবার্তা। সন্ধ্যে বেলায় আছে কালবৈশাখী। কিন্তু কাল? কোহলি ম্যাচে? এখন পর্যন্ত কাল নেই কালবৈশাখীর হুমকি।

ইডেনের দায়িত্বে থেকে সিএবি-র কিউরেটর সুজন মুখোপাধ্যায় হতে ধরা মোবাইলে গুগলের ওয়েদার রিপোর্ট দেখেই চলছেন। আর ফোনে কথা বলা শুরু করতেই জানতে চাইলেন,’তোমরা কি ওয়েদার রিপোর্ট পাচ্ছো? বিকেলে কালবৈশাখী!’

সুজনের সঙ্গে আলোচলায় মেতে সঙ্গাকারা।

ম্যাচের আগের দিন রাজস্থানের মেন্টর কুমার সঙ্গাকারা বারবার কথা বলছিলেন সুজনের সঙ্গে। নিয়ম ঝালিয়ে নিয়েছেন। জানতে চেয়েছেন, ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে কিভাবে তা সামাল দিতে প্রস্তুত সুজনরা।

এই প্রতিবেদকের প্রশ্নে সেইসব মনে হল সুজন মুখোপাধ্যায় বলে দিলেন।’গোটা মাঠ ঢাকা থাকছে। টি টোয়েন্টি ম্যাচে মাঠের ধারে ডাগ আউট থাকায়, কিছু অংশ ঢাকা থাকছে না। একই ভাবে,ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকায় ফেন্সিং পর্যন্ত ঢাকা যাবে না। আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সচল। সঙ্গে সুপার সপার চলবে কভারের উপর। আশাকরি টানা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে না। ৫ ওভার বা সুপার ওভার করা যাবে। তবে, পুরো ম্যাচ করার চেষ্টায় আমরা লড়াই করবো।’

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া নজরদারিতে ইডেন

সোমবার দুই দলের অনুশীলন যখন চলছিল, তখন ম্যাচ উইকেট ছিল খোলা। সকলে তা পরখ করেছেন। উপর থেকে ঘাস নেই মনে হলেও,সুজনের দাবি,’২০০ রানের খেলা হওয়ার মতন উইকেট। টস নিয়ে মাথাব্যথা থাকা উচিত নয়, কারণ শিশির তো নেই।’

আসলে এমন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না যায়, তার জোর প্রস্তুতি নেওয়া চলেছে। বৃষ্টির সম্ভবনা রয়েছে। ঝড় বইবে গঙ্গার কোল ঘেঁষে। এমন আশঙ্কার মধ্যেই ইডেন গার্ডেন্স প্রস্তুত প্লে অফের জন্য। আজ আর কাল কোয়ালিফায়ার-১ এবং প্ৰথম এলিমিনেটর খেলা ইডেনে। বুধবার পরের দিনই খেলবে আরসিবি এবং লখনৌ সুপার জায়ান্টস। আজ এই দুই দলের অনুশীলন সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে। এমন মাঠে বিরাট কোহলি নামেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। কলকাতার এমন আবহাওয়া ছেড়ে
দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আহমেদাবাদে।

খেলা বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? টুর্নামেন্ট নিয়মে বলা আছে, নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফয়সালা না হলে বা মাঠে একটিও বল বল করা না গেলে ‘ সুপার ‘ ওভারে খেলার জয়-পরাজয় ঠিক করা হবে।

আইপিএলের নিয়মে বলা হল, এমনকি ম্যাচে দুই দল এক ওভারও ( সুপার ওভার) খেলতে না পারলে, লিগে পয়েন্ট টেবিলের অবস্থান দেখে ম্যাচের ফয়সালা করা হবে। এই নিয়ম প্লে অফের তিনটে ম্যাচেই (কোয়ালিফায়ার-১, এলিমিনেটর, কোয়ালিফায়ার-২) প্রযোজ্য। তিনটে ম্যাচেই কোনও রিজার্ভ ডে নেই। তবে ফাইনালের জন্য একদিন রিজার্ভ রাখা হয়েছে ৩০ মে। কোনও কারণে ফাইনাল খেলা ২৯ তারিখে করা সম্ভব না হলে ৩০ মে চূড়ান্ত লড়াই হবে।

টুর্নামেন্ট গাইডলাইনে বলা হয়েছে, “প্রকৃতির কারণে ( ঝড় – বৃষ্টি) ওভার কমিয়ে খেলানো সম্ভব হলে, প্রত্যেক দলকে কমপক্ষে ৫ ওভার ব্যাট করার সুযোগ দিতে হবে। এলিমিনেটর এবং দুটো কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে, পুরো মাঠের কন্ডিশন ঠিকঠাক থাকলে সুপার ওভারে ম্যাচের জয়ী নির্ধারণ করতে হবে।”

যদি সুপার ওভার-ও আয়োজন করা সম্ভব না হয়, তাহলে লিগ টেবিলের অবস্থান দেখে জয়ী দল চূড়ান্ত করতে হবে। কোনও কারণে ম্যাচের একটা ইনিংস খেলা সম্ভব হলে এবং দ্বিতীয় ইনিংসে আয়োজন করার পরিস্থিতি যদি না থাকে, তাহলে ডিএলএস নিয়ম মত চলতে হবে।

ছবি: সৌ সিএবি, টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51