skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsবন্যার আশঙ্কা বাড়িয়ে জল ছাড়ল মুকুটমণিপুর ব্যারেজ

বন্যার আশঙ্কা বাড়িয়ে জল ছাড়ল মুকুটমণিপুর ব্যারেজ

Follow Us :

বাঁকুড়া : বন্যার আশঙ্কার জেরেই আগাভাগে মোকাবিলায় নেমেছে বাঁকুড়া জেলা প্রশাসন। রাজ্য জুড়ে ভারী  বৃষ্টির পূর্বাভাস থাকার কারণে মুকুটমনিপুর জলাধারে জলস্তর বাড়তে পারে। এমনটা আশঙ্কা জেলা প্রশাসনের। তাই  বাঁকুড়ার মুকুটমনিপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই জল ছাড়া শুরু হয়েছে।গতকাল রাত দশটা থেকে জলাধারের চারটি গেট দিয়ে ৯ হাজার ৭৮১ কিউসেক জল ছাড়া হয়েছে।এমনিতে মুকুটমনিপুর জলাধারের সর্বোচ্চ জলধারণ ক্ষমতা ৪৩৪ একর ফুট।গতকাল জলাধারে জল ছিল ৪৩২ একর ফুট।এর পর ভারী বৃষ্টি হলে তা আরও বাড়তে পারে। তাই সুযোগ বুঝে আগে থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।

আরও পড়ুন ৪০ দিনে বাদে দেশে রেকর্ড মৃত্যু

জলাধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি জলাধারের নিম্নাংশে থাকা বাঁকুড়ার রানীবাঁধ, রাইপুর ও সারেঙ্গা ব্লক প্রশাসন ও পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন বিতর্ক এড়াতে নিজেকে আড়াল করে রেখেছেন

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ জুলাই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৬ জুলাই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ পূর্বভারতের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রভাব পড়বে রাজ্যের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও। নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন ভোরবেলা ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ 

RELATED ARTICLES

Most Popular