skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent Newsটুটু বসুই আবার সভাপতি হলেন মোহনবাগান ক্লাবের

টুটু বসুই আবার সভাপতি হলেন মোহনবাগান ক্লাবের

Follow Us :

সব রকমের জল্পনার অবসান। আবার মোহনবাগান ক্লাবের সভাপতি হলেন টুটু বসু। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বুধবার বিকেলে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সভায় টুটু বসুকে নতুন করে সভাপতি মনোনীত করতে সময় লাগল মোটে পাঁচ মিনিট। সচিব দেবাশিস দত্ত প্রস্তাব করেন সভাপতি হিসেবে টুটু বসুর নাম। বাকিরা সবাই হই হই করে টুটুবাবুর জন্য হাত তোলেন। সব কিছু মিটতে সময় লাগে বড় জোর পাঁচ মিনিট। এবার নিয়ে তৃতীয় বার টুটু বসু মোহনবাগান ক্লাবের সভাপতি হলেন।

টুটু বসু মোহনবাগান ক্লাবের সচিব হন ১৯৯১ সালে। চার বছর পর তিনি সচিবের দায়িত্ব ছেড়ে দেন। তাঁর পরে সচিব হন চুনী গোস্বামী। কিন্তু চার মাস পরেই তিনি পদত্যাগ করে চলে যান। ১৯৯৫ সালের জুলাই মাসে টুটু বসু ক্লাবের সভাপতি হলেন। তাঁর অভিন্ন হৃদয় বন্ধু অঞ্জন মিত্র সচিব হন এই সময়। সেই থেকে টানা তেইশ বছর তিনি ছিলেন ক্লাবের সভাপতি। ২০১৮ সালে ক্লাবের নির্বাচনে টুটু বসু সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বিরুদ্ধে সচিব হিসেবে নির্বাচনে দাঁড়িয়েও পরে নাম প্রত্যাহার করে নেন অঞ্জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টুটু সচিব পদে নির্বাচিত হয়ে যান। তাঁর ছেড়ে যাওয়া পদে সভাপতি হন গীতানাথ গাঙ্গুলি। কিন্তু ২০১৯ সালের শেষ দিকে তাঁর পরলোক গমনের পর আবার সভাপতি হন টুটু বসু। সচিব হন তাঁর পু্‌ত্র সৃঞ্জয় বসু। কিন্তু গত বছর ব্যাক্তিগত কারণে সচিবের পদ থেকে সরে যান সৃঞ্জয়। প্রায় মাস পাঁচেক অস্থায়ী সচিবের দায়িত্ব পালন করেন সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। আবার এ বছর মার্চে নির্বাচনে সচিব হন দেবাশিস দত্ত। তার পর থেকে সভাপতি পদ ফাঁকাই ছিল। এত দিনে সেই পদ পূর্ণ হল। টুটু বসুর সভাপতি হওয়ার খবরে মোহনবাগান ক্লাবে স্বস্তির হাওয়া। এদিন ক্লাবের অ্যাথলেটিক আহ্বায়ক করা হল এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী অ্যাথলিট সোমা বিশ্বাসকে।

 

RELATED ARTICLES

Most Popular