skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeবিনোদনDirector Anurag Basu Kartik Aaryan Saraswati Pujo: অনুরাগের সরস্বতী পুজোয় কার্তিক জমিয়ে...

Director Anurag Basu Kartik Aaryan Saraswati Pujo: অনুরাগের সরস্বতী পুজোয় কার্তিক জমিয়ে খেলেন খিচুড়ি ভোগ

Follow Us :

মুম্বই: পরিচালক অনুরাগ বসুর (Director Anurag Basu) বাড়িতে সরস্বতী পুজোয় (Saraswati Pujo) অভিনেতা কার্তিক আরিয়ান (Actor Kartil Aryan) ভোগের খিচুড়ি (Bhoog) খেলেন খুশির মেজাজে। সঙ্গে ছিল আলুর দাম এবং চাটনি। এবছর সরস্বতী পুজো এবং সাধারণতন্ত্র দিবস (Saraswati Pujo and Republic Day) একই দিনে পড়েছিল। সকাল থেকেই দেশাত্মবোধক গানের সঙ্গে বাঙালি যেমন গলা মিলিয়ে ছিল তেমনি হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরে নানান বয়সের ছেলেমেয়েদের রাস্তায় বেরিয়ে পড়তে দেখা গিয়েছিল। সরস্বতী পুজো মানে অল্পবয়সী বাঙালির ছেলেমেয়েদের কাছে ‘বাংলার ভ্যালেন্টাইন ডে’। অল্প বয়সের প্রেমিক-প্রেমিকারা যেমন পাঠান মুখো হয়েছিলেন। আবার অনেককে রাত অবধি ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল। বলিউডের উঠতি জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানও অনুরাগের বাড়িতে সরস্বতী পূজায় মেতেছিলেন বাঙ্গালীদের মতন করেই।

সব মিলিয়ে বাঙালি বাড়িতে জমজমাট কেটেছিল কার্তিকের দিনটা। সেলেব থেকে সাধারণ মানুষ অনেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল।কার্তিক ছাড়াও অনুরাগের বাড়ির সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন অভিনেতা রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ ও প্রীতম চক্রবর্তী। কার্তিক আরিয়ান অনুরাগ বসুর পুজোয় উপস্থিত যে ছিলেন – তিনি তার ভক্তদের মধ্যে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে। ভোগের খিচুড়ি,আলুর দম আর চাটনি কার্তিক যে যথেষ্ট উপভোগ করেছেন তা তার পোস্ট করা ছবি দেখলেই বোঝা যায়। যথেষ্ট আনন্দিত কার্তিক। কার্তিককে দেখা গিয়েছিল সাদা রংয়ের পাঞ্জাবিতে। অনুরাগের সঙ্গে ছবিতে তাকে দেখা যায়। অনুরাগেরও পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি। দুজনকে ছবিতে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন: ‘Munnabhai 3’: ‘মুন্নাভাই ৩’ কবে দেখবে দর্শকরা!

বাঙালির সরস্বতী পুজো খিচুড়ি ভোগ আলুর দম,বেগুনি,পাঁপড়, চাটনি ছাড়া অসম্পূর্ণ। কার্তিক এদিন বাঙ্গালীদের মতন করেই পুজোর প্রসাদ হিসেবে সবকিছুই খেলেন। কার্তিক যে ক্যাপশন লিখেছেন তাতেই তা ধরা পড়েছে।
জ্ঞানদেবীর আরাধনার সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চালের খিচুড়িতে বাঙালিদের মতন বুঁদ হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সরস্বতী পুজো মানে যে পেট ভরে খিচুড়ি হোক নিরামিষ আলুর দম বা কুলের চাটনি খাওয়া সেটা কার্তিককে বলে বুঝিয়ে দিয়েছেন বাঙালি পরিচালক। বাঙালির কোন পুজোয় যে পেট পুজো ছাড়া সম্পন্ন হয় না সেটাও খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছেন স্বাস্থ্য সচেতন এই বলিউডের তরুণ নায়ককে। অনুরাগ নিজেও খেতে যথেষ্ট পছন্দ করেন।
 ভোগের খিচুড়ি সমেত অনুরাগেরও একটি ছবি পোস্ট করেছেন কার্তিক। ক্যাপশনে বাঙ্গালীদের মতন লিখেছেন ‘পূজো’ শব্দটি। যা দেখে কার্তিকের বাংলার ভক্তরা আপ্লুত। বহু মানুষ তারই পোস্টে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ” আমাদের মন কেড়ে নিলে ‘সরস্বতী পুজো’ লিখলে, ‘পূজা’ নয়।” অন্য একজন লিখেছেন বাঙালির খিচুড়ি জিন্দাবাদ। কার্তিকের পূজো আর খিচুড়ি ভক্তি দেখে অনেকেই যে তাঁর নতুন করে ভক্ত হবেন সে কথা আগাম জানাতে ভোলেননি আর এক নেটিজেন।

RELATED ARTICLES

Most Popular