skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeআন্তর্জাতিকSri Lanka Crisis: বুধবার প্রেসিডেন্ট ভোটে ত্রিমুখী লড়াই শ্রীলঙ্কায়

Sri Lanka Crisis: বুধবার প্রেসিডেন্ট ভোটে ত্রিমুখী লড়াই শ্রীলঙ্কায়

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বুধবার শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে। মনোনয়ন জমা হয়েছে মঙ্গলবারই। কিন্তু, তার আগেই দেশের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাস প্রেসিডেন্ট নির্বাচনের ইঁদুর দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। এদিকে, গোতাবায়ার দেশ ছেড়ে পালানোর পর কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমসিঙ্ঘকে বসানোর বিষয়ে সুপ্রিম কোর্ট মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছে। সর্বোচ্চ আদালত যদি এই অন্তর্বর্তী নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করে, তাহলে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে হবে বিক্রমসিঙ্ঘেকেও।সমাগি জন বালাওয়েগায়া দলের কলম্বো থেকে জেতা এমপি সাজিথ ছিলেন এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী। কিন্তু হঠাৎই তিনি এই দৌড় থেকে ছিটকে যাওয়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মঙ্গলবারই তিনি টুইট করে জানান, দেশের মঙ্গলের জন্য এবং আমার দেশের জনগণ, যাঁরা আমার কাছে খুবই প্রিয়, তাঁদের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনে তিনি আরেক প্রার্থী ডালাস আল্লাহপেরুমাকে সমর্থন দেবেন। প্রসঙ্গত, এদিন প্রেসিডেন্ট নির্বাচন হবে শ্রীলঙ্কায়।

আরও পড়ুন:Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে আরও এগালেন ঋষি সুনক, তবে শেষ ধাপে কঠিন হচ্ছে লড়াই

এই অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। পার্লামেন্টের তরফে ঘোষণা করা হয়েছে, কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী ডালাস আল্লাহপেরুমা এবং বামপন্থী নেতা অনুরা দিশানায়কের লড়াই হবে। উল্লেখ্য, এর মধ্যে ডালাসকে প্রধান বিরোধী দলনেতা সাজিথ সরাসরি সমর্থন ঘোষণা করেন। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্ট চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ দলগুলি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাঁদের মনোনীত প্রার্থী ঠিক করেছেন। মাত্র ১০ মিনিটের সেই বৈঠকে শেষমেশ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাতেই এসে ঠেকেছে। তার ঠিক কয়েক মুহূর্ত আগেই সাজিথ প্রেমদাস টুইট করে জানিয়ে দেন, তিনি লড়াইয়ে থাকছেন না। বরং, গোতাবায়া রাজাপক্ষের দল এসএলপিপি’র বিক্ষুব্ধ নেতা ৬৩ বছরের ডালাস আল্লাহপেরুমার প্রতি সমর্থন জ্ঞাপন করবেন।

আরও পড়ুন: হাসপাতাল চত্বরে প্রসবের ঘটনা, সফদরজং-এর পাঁচ চিকিৎসককে আপাতত কাজ থেকে সরাল স্বাস্থ্যমন্ত্রক

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, প্রেমদাস এবং ডালাস রাতারাতি নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করেছেন। যেখানে একজন প্রেসিডেন্ট হলে, অন্যজন প্রধানমন্ত্রী পদে বসবেন। যদিও রনিল বিক্রমসিঙ্ঘে, যিনি ৬ বারের প্রধানমন্ত্রী, তাঁর দিকেও এসএলপিপির বহু এমপির সমর্থন রয়েছে। ৭৩ বছর বয়সি বিক্রমসিঙ্ঘের রাজনৈতিক কৌশল ও বিচক্ষণতা এঁদের অনেকের থেকেই বেশি। তাহলেও দেশজুড়ে বিক্রমসিঙ্ঘে বিরোধী হাওয়া আরও জোরাল হওয়ায় এদিনের ভোটে কী ঘটতে চলেছে, তা সময়ই বলবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Train Accident | লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা , দেখুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
00:00
Video thumbnail
Train Accident | সিগন্যাল বিভ্রাট নাকি যান্ত্রিক সমস্যা ? রেল দুর্ঘটনার কারণ কী ?
00:00
Video thumbnail
Weather Update | আজ থেকেই বৃষ্টি, কখন থেকে শুরু? কতটা বৃষ্টি? দেখুন
00:00
Video thumbnail
Kanchanjunga Express | কী করে একই লাইনে ২টি ট্রেন? কার গাফিলতি? দেখুন এই চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | দার্জিলিঙে বৃষ্টি চলছে, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধারকাজ!
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | রেল দুর্ঘটনায় কতজন মৃত? রেল কী ব্যবস্থা করল?
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত, হেল্প ডেস্ক নম্বর জেনে নিন
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | ফের রেল দুর্ঘটনা, আহতের সংখ্যা কত? রেল কী ব্যবস্থা নিচ্ছে?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়, মৃত ৮, দাবি রেলের
02:57
Video thumbnail
আরো বারো | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
53:16