skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollআপাতত স্বস্তি বিদ্যুতের, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানাল আদালত

আপাতত স্বস্তি বিদ্যুতের, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানাল আদালত

Follow Us :

কলকাতা: আদালতে সাময়িক স্বস্তি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন শান্তিনিকেতন থানার জারি করা নোটিশের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি ১৪ নভেম্বরের পরিবর্তে ২০ ও ২২ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ বলে জানাল আদালত। আগামী ২৯ নভেম্বর পরবর্তী শুনানি।

এদিন শুনানি চলাকালীন বিচারপতি সেনগুপ্তেপ প্রশ্ন, কীবাবে মাত্র একদিনের নোটিশে ৫টি মামলায় জিজ্ঞাসাবাদ? এরপরই বিচারপতির নির্দেশ, ২০ নভেম্বর ৩টি মামলা এবং ২২ নভেম্বর ২টি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। এমনকী প্রতিটি মামলায় ১ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানিয়েছে আদালত। আদালতের আরও নির্দেশ, শনিবারের মধ্যে বিদ্যুৎকে এফআইআরের কপি দেবে শান্তিনিকেতন থানা। নতুন করে নোটিশ জারি করে তবেই জিজ্ঞাসাবাদ করা যাবে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে।

আরও পড়ুন: আমার বাঁ হাত-পা অসাড় হয়ে আসছে, শরীর অসুস্থ, জানালেন বালু

এদিন আদালতে বিদ্যুৎ চক্রবর্তি বলেন, আমি প্রশাসনিকভাবে সব কিছু সঠিক করার চেষ্টা করছিলাম। তাই শেষ ৫ বছর ধরে আমাকে হেনস্থা করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular