Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsস্বাধীন ভারতের প্রথম দিওয়ালি কবে হয়েছিল জানেন?

স্বাধীন ভারতের প্রথম দিওয়ালি কবে হয়েছিল জানেন?

৭৬ বছর আগে শুভেচ্ছাবার্তায় কী বলেছিলেন গান্ধী?

Follow Us :

নয়াদিল্লি: এ বছর দেশজুড়ে দিওয়ালি (Diwali 2023) পালিত হবে ১২ নভেম্বর। ঠিক ৭৬ বছর আগে ১৯৪৭ সালের ১২ নভেম্বর পালিত হয়েছিল স্বাধীন ভারতের (Independent India) প্রথম দিওয়ালি। সদ্য স্বাধীন হওয়া দেশে সেবার দিওয়ালিতে উৎসবের রোশনাই সেরকম ছিল না। দেশভাগের (Partisan) আগুন তখনও ধিকিধিকি জ্বলছে চারধারে। সেই ক্ষত বুকে নিয়ে উত্তর থেকে দক্ষিণ ভারত আলোর উৎসবে ছিল না উচ্ছ্বাস। দেশভাগ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও রক্ত নিয়ে হোলিখেলার মহোৎসবে মেতে রয়েছে গোটা ভারত ও পাকিস্তান (Pakistan)। অবিশ্বাস, হিংসা, সন্দেহের বাতাবরণ সমগ্র ভারত ও পাকিস্তানের দিকে দিকে।

ঠিক সেই দিন এক প্রার্থনাসভায় দেশবাসীর প্রতি হিন্দিতে একটি বার্তা দেন জাতির জনক (Father of Nation) মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। দিওয়ালি শুভেচ্ছায় দেশের মানুষের সদ্য ক্ষতস্থানে প্রলেপ ছড়িয়ে দেয় গান্ধীর সেই ভাষণ। রামভক্ত গান্ধী রামায়ণের (Ramayana) দৃষ্টান্ত টেনে দেশবাসীকে রাম অর্থাৎ মঙ্গল ডেকে আনার আহ্বান জানান। ভারত ও পাকিস্তান দুদেশের কাছেই আবেদন করেন দেশভাগের ফলে যারা ঘর হারিয়েছে, তাদের যেন নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, দেশভাগের সময়ে পাকিস্তান ও ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ দেশ পরিবর্তন করেন। গান্ধীর মতে, তাদের ঘরে বাতি না জ্বলে উঠলে দেওয়ালির মর্ম সফল হবে না।

আরও পড়ুন: কালীপুজোয় নিরাপত্তায় শহরজুড়ে মোতায়েন বাড়তি পুলিশ

গান্ধী ভাষণে আরও বলেন, এটা একটা মহান দিন। আজ থেকে নতুন বছর শুরু হতে চলেছে। রাম হলেন শুভশক্তির এবং রাবণ অশুভ শক্তির প্রতীক। রাবণকে পরাজিত করে রামরাজ্য গঠিত হয়েছিল। কিন্তু, ভারতে রামরাজ্য গড়ে ওঠেনি। তাহলে দিওয়ালি পালনের কী অধিকার রয়েছে আমাদের? যার ভিতরে রাম রয়েছেন, একমাত্র তিনিই পারেন এদিনটা পালন করতে। ঈশ্বর আমাদের মধ্যে যে জ্যোতি জ্বালিয়ে দেন, সেটাই তো প্রকৃত আলো। আজ আমাদের ভিতরে প্রেম, মৈত্রীর আলো জ্বলে ওঠার প্রয়োজন।

গান্ধী আরও বলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি আজ বুকে হাত দিয়ে বলতে পারেন হিন্দু, শিখ, মুসলমান যে হোক না কেন সে আমার ভাই, আমার বোন? এটা আপনাদের কাছে এর পরীক্ষা। রাম-রাবণ তো একটা প্রতীক মাত্র। আসল দেওয়ালি হল অন্তরের প্রদীপ জ্বালা। অন্তর থেকে ঘৃণা ও সন্দেহ দূর করা আজ প্রথম কাজ। তাহলেই দেশে শান্তি ফিরবে, মঙ্গল হবে। দিওয়ালির উৎসব ততদিন সম্ভব নয়, যতদিন না তোমরা ভয়ে পালিয়ে যাওয়া মুসলিমদের ফেরত নিয়ে আসবে। পাকিস্তানও পালিয়ে আসা হিন্দু ও শিখদের ফিরিয়ে না নিলে টিকতে পারবে না। আজ হয়তো মহাত্মা গান্ধী জীবিত নেই। কিন্তু স্বাধীন ভারতের প্রথম দিওয়ালির দিন সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের যে কথা তিনি বলেছিলেন তা আজও সত্য হয়ে রয়েছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular