skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাএকই দিনে কলকাতায় রোড শো মোদি-মমতার
Modi-Mamata Road Show

একই দিনে কলকাতায় রোড শো মোদি-মমতার

কলকাতায় রোড শো করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: একই দিনে কলকাতায় মোদি-মমতার জোড়া রোড শো। বিজেপির পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ২৮ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনই রাজ্যে তাঁর রোড শো করার কথা। একই দিনে কলকাতায় রোড শো করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার বিরাটি থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট ও বেহালায় জনসভার কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিলই, এবার কলকাতায় রোড শো করারও সিদ্ধান্ত নিলেন। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ এই রোড শো শুরু হবে বলেই তৃণমূল সূত্রে খবর। প্রথমে এন্টালি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত এই রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: রেমাল গভীর নিম্নচাপ, কত দিন চলবে বৃষ্টি? জেনে নিন

অন্যদিকে, আগামী ১ জুন সপ্তম দফায় উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদম লোকসভা কেন্দ্রে ভোট। তার আগেই কলকাতায় এসে রোড শো করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আগামীকাল মঙ্গলবার কলকাতা উত্তরের (Kolkata Uttar Loksabha) বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন মোদি। জানা যাচ্ছে, দুই কলকাতা, দমদম, যাদবপুর থেকে বিজেপি কর্মীরাও জমায়েত হবে উত্তর কলকাতায় মোদির রোড শো-তে।

গেরুয়া শিবির সূত্রে খবর, রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো (Road Show) করবেন প্রধানমন্ত্রী। রোড শো শুরুর আগে বিকেল পাঁচটা নাগাদ সারদা মায়ের বাড়িতে যাবেন তিনি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular