Friday, July 5, 2024

Homeকলকাতাইডি ইডির কাজ করেছে প্রতিক্রিয়া রথীনের

ইডি ইডির কাজ করেছে প্রতিক্রিয়া রথীনের

লোকসভা ভোটের আগে তল্লাশি হবে বললেন সেচমন্ত্রী

Follow Us :

কলকাতা: ইডির (ED) ১৯ ঘণ্টা তল্লাশির (Search) পর খাদ্যমন্ত্রী (Food Minister) রথীন ঘোষের (Rathin Ghosh) প্রতিক্রিয়া, ইডি ইডির কাজ করেছে। আমি তাতে কিছু মনে করছি না। শুধু ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। আমি অফিস যাব। সেখান থেকে ধরনা মঞ্চে যাব। স্বচ্ছ ভাবমূর্তির কালিমালিপ্ত করা হয়েছে। সেটা পারবে না।

শুক্রবার সকালে খাদ্য মন্ত্রীর বাড়িতে যান রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই বিষয়ে পার্থ ভৌমিক বলেন, ইডির কোনও অর্ডার ছিল নিশ্চয় তার ভিত্তিতে তদন্ত করেছে। কিন্তু রথীন ঘোষের মতো স্বচ্ছ মানুষ এরকমভাবে অভিযান করে তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকো, মন্ত্রিসভার লোকেদের ডাকো। চেয়ারম্যানদের ডাকো। এই যে কালিমালিপ্ত করার প্রবণতা তা বাংলার মানুষদের ধরে ফেলেছে। এত বছরের রাজনৈতিক জীবন, তার স্বচ্ছতা এলাকার মানুষ জানেন। রথীন ঘোষ তদন্তে সহযোগিতা করেছেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পর্যন্ত অনেকের বাড়িতে এরকম ঘটনা ঘটবে। তদন্ত করে বের করার দায়িত্ব ওঁদের। ওঁদের কিছু জানবার হলে পুরসভায় যেতে পারতেন। পুরসভার কাগজ কী রথীন ঘোষ বাড়ির আলমারিতে রেখে দিয়েছেন না কি।

আরও পড়ুন: ১৯ ঘণ্টা পর খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরলেন ইডি আধিকারিকেরা

প্রায় ১৯ ঘণ্টা পর শেষ হয় তল্লাশি। বৃহস্পতিবার রাত দেড়টার সময় ইডির (ED) আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়ি থেকে বের হন। সেই সময় তাঁর অনুগামীরা বাড়ির সামনেই ভিড় করেছিলেন। ইডি আধিকারিকদের বেরতে অসুবিধা হলে খাদ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে তাঁদের সহযোগিতা করেন। পরে সংবাদমাধ্যমের সামনে খাদ্যমন্ত্রী বলেন, তদন্তকারিরা কোনও খারাপ আচরণ করেননি। তবে পুর নিয়োগ নিয়ে তাঁদের বোঝার ক্ষেত্রে অনেক গোলযোগ আছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তিনি নিজেও একটি বই দিয়ে ইডির আধিকারিকদের সহযোগিতা করেছেন।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular