skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeকলকাতাBJP: বঙ্গ বিজেপিতে পূর্ণ সময়ের পর্যবেক্ষক, তবু হাল ফিরবে কি?

BJP: বঙ্গ বিজেপিতে পূর্ণ সময়ের পর্যবেক্ষক, তবু হাল ফিরবে কি?

Follow Us :

কলকাতা: কিছুদিন আগেই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির মাথায় বসালেন অমিত শাহের ঘনিষ্ঠ সুনীল বনসলকে। তিনি হলেন আংশিক সময়ের পর্যবেক্ষক। বাংলা ছাড়া সুনীল তেলঙ্গানা এবং ওড়িশারও পর্যবেক্ষক। তিনি বাংলার জন্য পুরো সময় দিতে পারবেন না। তাই এবার বঙ্গ বিজেপি পেল পূর্ণ সময়ের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেকে। বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলকে সাহায্য করবেন রাঁচির প্রাক্তন মেয়র আশা লাকড়া এবং অমিত মালব্য।

আগামী বছরের গোড়ায় রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর লোকসভার ভোট। বিজেপির মূল লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। ২০১৯ সালের ভোটে অপ্রত্যাশিত ভালো ফল করেছিল এই রাজ্যে বিজেপি। ১৮ টি আসন পেয়েছিল তারা। সেই ধারা তারা লোকসভা ভোটে ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে বিজেপির অন্দরেই সংশয় রয়েছে। ২০২১ এর বিধানসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির এখন ভগ্ন দশা। রাজ্য নেতারা এক এক জন এক এক সুরে কথা বলেন, এক এক জন এক এক পথে চলেন। মঙ্গলের প্রধান কাজ হল নেতাদের বাগে আনা। 

আরও পড়ুন: BJP: বঙ্গ বিজেপিতে রদবদল, অনুপম হাজরার দায়িত্ব ছাঁটল দল

বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত প্রায় গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলায় ঘাঁটি গেড়েছিল। অমিত শাহ বুক বাজিয়ে দুশো পারের বেলুন উড়িয়েছিলেন। কিন্তু দেখা গেল, সেই বেলুন একেবারে চুপসে গিয়েছে। দুশো তো দূরের কথা, একশোও পেরোতে পারল না বঙ্গ বিজেপি। আর তারপরেই দলের অন্দরে শুরু হল খেয়োখেয়ি। যে যাঁকে পারছেন, গাল দিচ্ছেন। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কী না বলেছেন। 

এখন প্রশ্ন হল, বঙ্গ বিজেপি পূর্ণ সময়ের পর্যবেক্ষক তো পেল। তাতে কি দলের হাল ফিরবে? পঞ্চায়েত ভোটের আগে তারা বুথভিত্তিক সংগঠন গড়ে তুলতে পারবে? দলের নেতারা প্রকাশ্যেই বলে থাকেন, বুথভিত্তিক সংগঠন না থাকলে ভোটে ভালো ফল করা খুব মুশকিল।  বিধানসভা ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি রাজ্য নেতৃত্বের আপত্তি উপেক্ষা করে বেনো জলের মতো তৃণমূল ভাঙিয়েছেন। তাতে মোদি, শাহেরও মদত ছিল। কিন্তু ভোটের ফল প্রকাশ হতে না হতেই তৃণমূল থেকে আসা বহু নেতা আবার বিজেপি ছেড়ে পুরনো নৌকায় ভিড়ে গেলেন। যাঁরা দম বন্ধ হয়ে যাচ্ছে বলে তৃণমূল ছেড়েছিলেন, তাঁরাই আবার বলে বসলেন, বিজেপিতে দম বন্ধ হয়ে আসছে। ভোটে ভরাডুবির পর কৈলাসকে আর বাংলায় পা ফেলতে দেখা যায়নি।

আরও পড়ুন: Weather Updates: বঙ্গে ফের নিম্নচাপের ভ্রূকুটি, পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বভাস রাজ্যে

আগামী ১৩ সেপ্টেম্বর তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এখন পর্যন্ত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা জেলায় জেলায় সেই অভিযানের প্রচারে রাস্তাতেই আছেন। দলের সাধারণ কর্মীরা মনে করছেন, এটা ভালো লক্ষণ। নেতৃত্বের দাবি, নবান্ন অভিযান ভালোই সাড়া ফেলবে। তার আগেই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির জন্য পূর্ণ সময়ের পর্যবেক্ষক নিয়োগ করেছেন। এখন দেখার, মঙ্গল পাণ্ডে দায়িত্ব নিয়ে বঙ্গ বিজেপির কোন মঙ্গলটা করেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP West Bengal | বিজেপির প্রার্থী নিয়ে বিজেপিতেই তুলকালাম, বিশাল মিছিল বিক্ষুব্ধদের
00:00
Video thumbnail
Sanjay Raut | সঞ্জয় রাউতের বিরাট দাবি, NDA ছাড়তে চলেছে JDU-TDP-LJP! কী হতে চলেছে দেখুন
02:55:51
Video thumbnail
আজকে (Aajke) | আমাদের রাজ্যপাল, শুভেন্দু অধিকারী আর নির্যাতিতদের নিয়ে দুটো কথা
11:18
Video thumbnail
Fourth Pillar | ২৪ জুন সংসদে মোদিজি বিরোধীদের সামনে দাঁড়াবেন নাকি এক গ্লাস জল খেয়ে পালাবেন?
10:59
Video thumbnail
Politics | পলিটিক্স (17 June, 2024)
16:54
Video thumbnail
বাংলা বলছে | কীভাবে এত বড় ট্রেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় মালগাড়ির চালকের কাঁধে ঠেলছে রেল
33:59
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
05:02:11
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
05:17:59
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
04:50:36
Video thumbnail
Stadium Bulletin | সুপার এইটের তিন ভেন্যুতে বিপন্ন ভারত?
29:31