skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeকলকাতাগোপন চিঠি গোপনই থাক, মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না', মন্তব্য রাজ্যপালের

গোপন চিঠি গোপনই থাক, মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না’, মন্তব্য রাজ্যপালের

Follow Us :

কলকাতা: ৩৬ ঘণ্টার পরও রাজ্যপালের চিঠির জট কাটল না। তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিদেশে যাচ্ছেন । ওনার ব্যাগের বোঝা বাড়াতে চাই না। গোপন চিঠি গোপনে থাকাই ভালো। আমি যাঁকে চিঠি পাঠিয়েছি চিঠির উত্তর তিনি দেবেন। তিনি এলে কথা 

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উদ্দেশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) বলে ছিলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন, কী পদক্ষেপ করতে পারি। তার পাল্টা ব্রাত্য ফেসবুকে লেখেন, শহরবাসী সাবধান। শহরে নতুন রক্তচোষা আসছে। তারও আগে থেকে শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের অন্য নেতারা রাজ্যপালের বিরুদ্ধে বিষোদগার করে চলছিলেন। শনিবার ১১টা ৪৬ মিনিটে রাজ্যপাল মুখ বন্ধ করা খামে দুটি চিঠি ছাড়েন। একটি দিল্লিতে, অন্যটি নবান্নে। রবিবার দিনভর সেই দুই চিঠির বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলে। নবান্ন বিংবা রাজভবন তা নিয়ে মুখ খোলেনি।  

আরও পড়ুন: লোকসভা ভোটে কোনও গাফিলতি বরদাস্ত নয়, বৈঠকে জানিয়ে দিল কমিশন 

সোমবার মুখ খুললেন রাজ্যপাল। তিনি ব্রাত্যকে কটাক্ষ করে বলেন, আমার জুনিয়র অ্যাপয়ন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না। রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁর মতো করে শিক্ষা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। রাজ্যকে যা পাঠানো হয়েছে তা নিয়ে আলোচনা করার এখন সঠিক সময় নয়। গোপন জিনিস গোপন থাকাই ভালো। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন। তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না। তাঁকে টেনশনও দিতে চাই না। এলে কথা হবে। আমি বন্ধ খামে প্রাপককে চিঠি পাঠিয়েছি। এই বিষয় প্রাপকই উত্তর দিতে পারবেন।

মুখ্যমন্ত্রী আগামিকাল মঙ্গলবার লগ্নি টানতে বিদেশে যাচ্ছেন। তার আগে সোমবার বিকেলে তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করতে পারে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যপালের পাঠানো চিঠি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ খোলেন কি না, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 

অন্যদিকে রাজ্য সরকারের অভিযোগ রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। মোট ৮ টা বিল পাঠানো হয়েছিল রাজভবনে। যার মধ্যে সাত টা বিল ক্লাফিরেশন চেয়ে দফতরে পাঠানো হয়েছে। ১ টা রাজভবন আছে বিচারাধীন। জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, সরকারি দফতরে বিল সব আটকে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51