skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeখেলাISL: মুম্বইকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ

ISL: মুম্বইকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ

Follow Us :

আজ  আইএসএলে (ISL) একমাত্র অপরাজিত দল মুম্বই সিটি এফসি’র (Mumbai City FC) সামনে ইস্টবেঙ্গল (East Bengal)। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে দু’নম্বরে রয়েছে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি টিম। এখনও পর্যন্ত সর্বাধিক গোল (২৭) করেছে তারা। এমন শক্তিশালী দলের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে চাপে ইস্টবেঙ্গল (East Bengal)। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।

কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine) বলেছেন, ‘হোম ম্যাচে এখনও জিততে পারিনি। তবে জামশেদপুর এবং ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট পাওয়া উচিত ছিল। সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি ঠিকমতো ভরছে না। তাই ঘরের মাঠে খেলার সুবিধা খেলোয়াড়রা নিতে পারছে না। মুম্বই দলে রাহুল বেকে, জাহু, ছাংতে, গ্রেট স্টুয়ার্ট, জর্জ ডিয়াজের মতো খেলোয়াড়রা আছে। তবে ছেলেদের প্রতি আমার আস্থা আছে। ওদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খারাপ ফুটবল খেলেও ড্র এটিকে মোহন বাগানের। রেনিয়ার ফার্নান্ডেজ-আইজ্যাকদের আক্রমণ সামাল দিতে বারবার রক্ষণে নেমে আসেন ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। গোটা ম্যাচে মোহনবাগান আক্রমণের কোনও ঝাঁঝ ছিল না। ৩৭ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন দিমিত্রি। ওড়িশা এফসি’র পেনাল্টি পাওয়া উচিত ছিল। রেফারি তা দেননি। ৮৮ মিনিটে ওড়িশার নরেন্দ্র গেহলটের সেন্টারে অরক্ষিত ওসামা মালিকের হেড ফিস্ট করেন সবুজ-মেরুন গোলরক্ষক বিশাল কেইথ। তাঁর হাতে লেগে বলটি ক্রসপিসে লাগে। ভাগ্যের জোরে বেঁচে যায় মোহন বাগান। ১১ মিনিটে ওড়িশার স্ট্রাইকার পেড্রো সহজ সুযোগ নষ্ট করেন। ৪১ মিনিটে এটিকে মোহন বাগান মিডফিল্ডার কার্ল ম্যাকহাগের শট সেভ করেন ওড়িশার অমরিন্দর সিং। ১০ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে তিন নম্বরেই অবস্থান করছে ফেরান্দোর দল।

RELATED ARTICLES

Most Popular