Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBirsa Munda Incident | বিরসা মুন্ডার মূর্তি ভাঙায় জলপাইগুড়িতে রাস্তা অবরোধ

Birsa Munda Incident | বিরসা মুন্ডার মূর্তি ভাঙায় জলপাইগুড়িতে রাস্তা অবরোধ

Follow Us :

জলপাইগুড়ি: বিরসা মুন্ডার (Birsa Munda) মূর্তি ভাঙার প্রতিবাদে (Protest) প্রায় সাড়ে তিন ঘণ্টা রাজ্য সড়ক (State Highway Blockade) অবরোধ হলো। অবরোধের ফলে ভোগান্তিতে পড়তে হল বহু মানুষকে। ঘটনায় সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পরে। পরে পুলিশের (Police) হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনাটি মেটেলি (Meteli) বাজারের ইনডং মোড় এলাকায়।

 জানা গিয়েছে, সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা ইনডং (Indong) মোড়ে থাকা বিরসা মুন্ডার মূর্তি ভাঙা অবস্থায় দেখেন। খবর ছড়িয়ে পড়তেই সংলগ্ন চা বাগান থেকে বহু আদিবাসী (Tribal) সম্প্রদায়ের মানুষ এসে জমায়েত করেন ইনডং মোড়ে। তাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে আসেন। আসেন বিজেপি বিধায়ক পুনা ভেংরা, আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডা। তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি সঞ্জয় কুজুর সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা সেখানকার জনগণকে শান্ত হতে বলেন। তাতেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপর ঘটনাস্থলে আসেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আসেন মাল এসডিপিও রবিন থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, আসেন মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস। সকাল সাতটা থেকে ইনডং মোড়ে শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। এরপর দফায় দফায় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়। অবশেষে বেলা সাড়ে দশটা নাগাদ পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। 

আরও পড়ুন: TMC Joins Opposition Meeting | চমক তৃণমূলের, কংগ্রেসের বিরোধী বৈঠকে হঠাৎ কেন হাজির মমতার দল?

ঘটনাস্থেল বিজেপি বিধায়ক পুনা ভেংরা বলেন, বিরসা মুন্ডা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর মূর্তি ভাঙা ঘটনা খুবই নিন্দনীয়। যে বা য়ারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার সিআইডি তদন্তের দাবিও করেন তিনি। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন, আমরাও এই ঘটনার তীব্র নিন্দা করছি। প্রশাসন ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক। যাবতীয় বিষয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এদিন স্থানীয় জনগণের তরফে বিভিন্ন দাবি তোলা হয়। তার মধ্যে থেকে সাত দফা দাবির ভিত্তিতে পুলিশ প্রশাসনকে একটি দাবিপত্র দেওয়া হয়। তাতে রয়য়েছে ঘটনায় দোষীদের গ্রেপ্তার, ইনডং মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো, সরকারিভাবে দ্রুত নতুন মূর্তি বসানো, ঘটনার সিআইডি তদন্তর মতো দাবি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
17:10
Video thumbnail
TMC | 'সনাতন ধর্ম বিরোধী তৃণমূল', কমিশনে অভিযোগ দায়ের 'দেশ বাঁচাও গণমঞ্চ'-এর
02:12
Video thumbnail
বাংলার ৪২ | তৃতীয়দফা নির্বাচনে চার কেন্দ্রে কোন দল এগিয়ে?
10:18
Video thumbnail
Suvendu-Abhijit | তমলুক থানায় শুভেন্দু-অভিজিতের নামে FIR করলেন অনশনরত শিক্ষকরা
02:48
Video thumbnail
Weather | গরমেও রেহাই নেই তাপপ্রবাহ থেকে, কোথাও জল নেই, কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট
01:41
Video thumbnail
Purulia | মধ্যগগনে ভোট, চড়ছে উত্তেজনা, পুরুলিয়ায় পতাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
03:31
Video thumbnail
TMC | 'তৃণমূল আঘাত পেলে ৭ তারিখের পর দেখে নেব', হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে
01:53
Video thumbnail
Weather | তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির সম্ভাবনা, রবিবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা
02:28
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | বামফ্রন্ট সরকারের আমলে ত্রয়ীর দাপটের কাহিনি
51:38
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমন অভিষেকের, কী বললেন সেনাপতি
28:56