skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাHC | Sarda | Rosevalley | সব অর্থলগ্নি সংস্থার মামলার বিচার...

HC | Sarda | Rosevalley | সব অর্থলগ্নি সংস্থার মামলার বিচার চলবে একই আদালতে, নির্দেশ হাইকোর্টের

Follow Us :

কলকাতা: সারদা (Saradha Scam),  রোজভ্যালি (Rose Valley), এমপিএস সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিচার প্রক্রিয়া হবে একই আদালতে। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের (Justice Indraprasanna Mukherjee) ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, হাইকোর্টের রেজিস্ট্রারকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার প্রক্রিয়া সিবিআই আদালতে কারার ব্যবস্থা করতে হবে।

এমপিএস-এর কর্ণধার প্রবীর কুমার চন্দ্র সহ ৩ জন আদালতে বলেন, রাজ্যের বিভিন্ন আদালতে মোট ২৮ টি মামলা চলছে। সেগুলির তদন্ত করছে সিবিআই। সেই সমস্ত মামলা এক জায়গায় এনে বিচার করা হোক। সেই আবেদলের পরিপ্রেক্ষিতেই সব মামলা একই সিবিআই আদালতে চালানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: Jiban Krishna Saha | জীবনকৃষ্ণের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই 

এর আগে রোজভ্যালি মামলায় সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ওই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। কলকাতা হাইকোর্ট সেই সম্পত্তিই অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটিকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে। 
সারদা (Saradha Scam), রোজভ্যালির (Rose Valley) মতো অর্থলগ্নি সংস্থআর দিলির বিরুদ্ধে মামলা চলছে বহু বছর ধরে। কিন্তু আজ পর্যন্ত সিবিআই কিংবা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চূড়ান্ত চার্জশিট জমা করতে পারেনি।

২০১৪ সাল থেকে সারদা ও রোজভ্যালি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। নারদকাণ্ডে তদন্ত শুরুর পর পেরিয়ে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও কোনও মামলাতেই জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট। ২০১৪ সালে লোকসভা ভোটের আগেই সারদা কেলেঙ্কারির তদন্ত শুরু করে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই তদন্ত চলে। সুপ্রিম কোর্ট বলেছিল, এই কেলেঙ্কারির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সিবিআইকে সেই ষড়যন্ত্র খুঁজে বার করতে হবে । কিন্তু প্রায় ১০ বছর হতে চলল, এখনও সিবিআই সেই বৃহত্তর ষড়যন্ত্র খুঁজে বার করতে পারেনি। সিবিআই তদন্ত কার্যত শীতঘুমে চলে গিয়েছে। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে এ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুমকি দিয়েছিলেন সারদা কেলেঙ্কারিতে কেউ ছাড় পাবে না। দোষীদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হবে। পাল্টা তোপ দেগে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু প্রধানমন্ত্রীর সেই হুমকি আর বাস্তবে প্রতিফলিত হয় নি। সারদা কেলেঙ্কারি তদন্ত এখন বিশ বাঁও জলে। বিরোধীরা এখনও সারদা কেলেঙ্কারি তদন্ত নিয়ে মাঝে মধ্যেই সরব হন। কিন্তু তৃণমূল এবং বিজেপিকে চুপ থাকতেই দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular