skip to content
Monday, June 17, 2024

skip to content
Homeদেশমোদির ১০০ কোটি টিকাকরণের প্রচার, দেশের মানুষের পকেট থেকে গিয়েছে ৫০০ কোটি

মোদির ১০০ কোটি টিকাকরণের প্রচার, দেশের মানুষের পকেট থেকে গিয়েছে ৫০০ কোটি

Follow Us :

নয়াদিল্লি: সপ্তাহ খানেক আগে ১০০ কোটি টিকার মাইলফলক স্পর্শ করেছে ভারত। দেশের নানা প্রান্তে এই নিয়ে প্রচারও চালাচ্ছে গেরুয়া শিবির। সরকার এই ১০০ কোটি ডোজ বিনামূল্যে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদৌ কি এ কথা যুক্তিযুক্ত? হিসেব বলছে, ভ্যাকসিনেশনের মোট খরচের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় ৫০০০ কোটি টাকার সাধারণ মানুষের গাঁটের কড়ি থেকে খরচ হয়েছে।

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, মোট ভ্যাকসিনের ৭ শতাংশ প্রাইভেট সেক্টর হাতে পেয়েছে। তার ভিত্তিতেই এই ৫০০০ কোটির হিসেব সামনে এসেছে। মে মাসে কেন্দ্রীয় সরকারের নয়া ভ্যাকসিন নীতি ঘোষণার আগে একটা বড় অংশের মানুষ নিজের টাকা খরচ করে ভ্যাকসিন দিয়েছেন। অথচ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবর মাসের ‘মন কি বাত’-এ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ১০০ কোটি ভ্যাকসিন নিয়ে মাতামাতি, জাতির উদ্দেশে ভাষণে অনেক কিছুই এড়ালেন মোদি

১৬ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ১৫.২ কোটি ডোজ দেওয়া হয়েছে। এর ৭ শতাংশ অর্থাৎ, ১.১ কোটি ডোজ বেসরকারি ভাবে দেওয়া হয়েছে। প্রতি ডোজ ২৫০ টাকা হিসেবে মোট খরচ ২৬৬ কোটি। মে থেকে জুনের ২০ তারিখ পর্যন্ত বেসরকারি ক্ষেত্রে খরচ ৬৮৯ কোটি। জুনের ২১ থেকে অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত মোট ৭৪.৮ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে ৫.২ কোটি বেসরকারি ভাবে দেওয়া হয়েছে।

সরকারের তরফে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হলেও এই সময় পর্বে ভ্যাকসিন দিতে আমজনতার ৪১৮৮ কোটি টাকা খরচ করেছে। অর্থাৎ, ভ্যাকসিনেশন শুরুর দিন থেকে অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত সাধারণ মানুষ ভ্যাকসিনের পিছনে খরচ করেছে ৫১৪৪ কোটি। অথচ, কেন্দ্রীয় সরকার প্রচার করতে ব্যস্ত, তারা নাকি ফিতে ভ্যাকসিন দিয়েছে!

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ : ১০০ কোটির ঢপ

২৬ জুন কেন্দ্র সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, প্রথম ৩৫ কোটি ডোজে মোট খরচ হয়েছে ৫ হাজার ৮০৩ কোটি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পরের ৫৮ কোটি ডোজে কেন্দ্রের খরচ হয়েছে ১৩ হাজার ২৭৫ কোটি। রাজ্য সরকারগুলির খরচ হয়েছে প্রায় ১০০ কোটি। অর্থাৎ, ভ্যাকসিন কিনতে মোট খরচ হয়েছে ২৫ হাজার কোটি। যার মধ্যে আমজনতার ৫ হাজার কোটি খরচ হয়েছে।

অনেক কেন্দ্রীয় মন্ত্রীকেই বলতে শোনা গিয়েছে, পেট্রোল-ডিজেলের করের টাকায় দেশজুড়ে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্র জ্বালানি থেকে কর বাবদ মোট ৪.৫ লক্ষ কোটি আয় করেছে। ২০২১-২২ অর্থবর্ষে প্রথম তিনমাসে জ্বালানি থেকে মোট ৯০ হাজার কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র। আর এ পর্যন্ত ভ্যাকসিনেশনে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার কোটি। বাকি টাকাটা কোথায় গেল তবে?

আরও পড়ুন: দেশের ৬৮ কোটি মানুষ ভ্যাকসিনই পাননি, টুইটে খোঁচা ডেরেকের

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Train Accident | লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা , দেখুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
00:00
Video thumbnail
Train Accident | সিগন্যাল বিভ্রাট নাকি যান্ত্রিক সমস্যা ? রেল দুর্ঘটনার কারণ কী ?
00:00
Video thumbnail
Weather Update | আজ থেকেই বৃষ্টি, কখন থেকে শুরু? কতটা বৃষ্টি? দেখুন
00:00
Video thumbnail
Kanchanjunga Express | কী করে একই লাইনে ২টি ট্রেন? কার গাফিলতি? দেখুন এই চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | দার্জিলিঙে বৃষ্টি চলছে, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধারকাজ!
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | রেল দুর্ঘটনায় কতজন মৃত? রেল কী ব্যবস্থা করল?
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত, হেল্প ডেস্ক নম্বর জেনে নিন
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | ফের রেল দুর্ঘটনা, আহতের সংখ্যা কত? রেল কী ব্যবস্থা নিচ্ছে?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়, মৃত ৮, দাবি রেলের
02:57
Video thumbnail
আরো বারো | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
53:16