skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeCurrent NewsUdaipur tailor beheaded: উদয়পুরের মুণ্ডচ্ছেদের নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি-যোগ?

Udaipur tailor beheaded: উদয়পুরের মুণ্ডচ্ছেদের নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি-যোগ?

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জঘন্যতম অপরাধ। বুধবার মুণ্ডচ্ছেদের ঘটনার ফের এই ভাষাতেই নিন্দা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নৃশংস খুনের তীব্র ভাষায় নিন্দা করেছেন। নিন্দাধ্বনি গর্জে উঠেছে দেশজুড়েই। তসলিমা নাসরিন এর পিছনে জঙ্গিদের চক্রান্ত রয়েছে বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় তদন্তকারী সংস্থাকে (NIA) তদন্তভার দিয়েছে। অর্থাৎ, এই ঘৃণ্য অপরাধের নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি-যোগ আছে কিনা, সেটাই তদন্তের মূল মুখ হচ্ছে।

এদিন এক জরুরি বৈঠকের পর রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আমি মঙ্গলবারই বলেছিলাম, এই ঘটনার যে ভাষাতেই নিন্দা করা হোক না কেন, তা যথেষ্ট নয়। আমরা এই ঘটনার তদন্তে সিট (SIT) গঠন করেছি। কাল রাত থেকেই তারা তদন্ত শুরু করেছে। জয়পুর পৌঁছেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করব। যে খুন করেছে, তার মতলব কী ছিল, চক্রান্তের পিছনে আর কেউ আছে কিনা, কাদের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, এর পিছনে দেশের বা বিদেশি কোনও জঙ্গি গোষ্ঠী কিংবা সংস্থার যোগ আছে কিনা সব খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: Maharashtra Political Crisis: গুয়াহাটি ছেড়ে এবার গোয়ার সৈকতে ঘাঁটি গাড়ছে শিন্ডে শিবির

গেহলট আরও বলেন, আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছি। আমাদের কাছে এটা কোনও ছোট ঘটনা নয়। তাই সেসব দিকে লক্ষ্য রেখেই তদন্ত এগোবে। রাজস্থানের উদয়পুরে দর্জির মাথা কেটে নৃশংস খুনের ঘটনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার এক টুইটে এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন তিনি। মমতা বলেন, উদয়পুরে যা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। হিংসা এবং উগ্রপন্থাকে কিছুতেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, উদয়পুরের প্রশাসন পদক্ষেপ করছে এই ঘটনায়। তাই এখন সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

রাজস্থানের উদয়পুরে ধর্মীয় উন্মাদনার শিকার এক দর্জি। বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরের কানহাইয়া লাল নামে দর্জিকে নৃশংস খুনের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। সর্বত্র সমালোচনা হচ্ছে তা নিয়েই।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | ঠাঁই হল না দলবদলুদের সংঘের চাপে, ভোট প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
লোকসভায় জোর ধাক্কা, হতোদ্যম বঙ্গ বিজেপি, প্রার্থীতালিকায় নেই চমক, সংঘের চাপে প্রার্থী আদি বিজেপি?
00:00
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | BJP | স্পিকার পদ বিজেপির, জোটের হাতে ডেপুটি? বিরাট ঝড়ের মুখে এনডিএ?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | Sukanta Majumder | রেল দুর্ঘটনায় পাশে দাঁড়ানোর রাজনীতি? এগিয়ে কোন দল?
00:00
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা বাতিল বহু ট্রেন দেখে নিন তালিকা
00:00
Video thumbnail
Kanchanjunga Express | উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল উড়ানে কি দেখা হবে মমতা-আনন্দ বোসের?
00:00
Video thumbnail
Train Accident | ১২ মাসে ৪টি ভয়াবহ দুর্ঘটনা , কতটা সুরক্ষিত রেলযাত্রা ?
00:00