skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeদেশলখিমপুরের ঘটনায় চুপ কেন মোদি, প্রশ্ন তৃণমূলের

লখিমপুরের ঘটনায় চুপ কেন মোদি, প্রশ্ন তৃণমূলের

Follow Us :

নয়াদিল্লি: লখিমপুরের ঘটনায় সোমবারই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের তরফে টুইটে প্রশ্ন তোলা হয়েছে, এত বড় ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী চুপ রয়েছেন কেন?

এ দিন উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামক এক অনুষ্ঠানে যোগ দেন মোদি। একাধিক নগরোন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। এই বিষয়টিকেই হাতিয়ার করেছে জোড়াফুল শিবির। দলের তরফে টুইটে লেখা হয়েছে, একটি বই উদ্বোধন করতে মোদি লখনউ যেতে পারলেও নিজের দলের কর্মীদের হাতে খুন হওয়া কৃষকদের কাছে যেতে পারলেন না!

আরও পড়ুন: মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই ‘লাভবান’ গুজরাত, সাত বছরে কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে ৩৫০ শতাংশ

তৃণমূলের দাবি, কৃষকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ক্রমবর্ধমান উদাসীনতার কারণেই দেশকে এমন অন্ধকার দিন দেখতে হচ্ছে। এই ঘটনার দায় কার সেই প্রশ্নও তোলা হয়েছে। সোমবার লখিমপুরের ঘটনায় মমতাও একহাত নিয়েছিলেন বিজেপিকে। মমতা বলেন, মানবাধিকারের সর্বনাশ করছে বিজেপি। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক। নিন্দা জানানোর ভাষা নেই।

মুখ্যমন্ত্রীর কথায়, লখিমপুরে যা হয়েছে তা অমানবিক, দুর্ভাগ্যজনক। নির্মমভাবে কৃষকদের হত্যা করা হয়েছে। আমাদের এখানে কিছু হলেই মানিবাধিকার কমিশন পাঠায়। অথচ ওখানে কেন্দ্রীয় মন্ত্রী ছেলে গাড়ি চাপা দিয়ে মানুষ মারলেও কোনও পদক্ষেপ নেওয়া হয় না। গণতন্ত্র নয়, বিজেপি ওখানে একনায়কতন্ত্র চালাচ্ছে। এই সরকার সব জায়গায় ১৪৪ ধারা জারি করে। এরকম সরকারের জন্য জনসাধারণেরও ১৪৪ ধারা জারি করা উচিত।

আরও পড়ুন: ফের ‘ভুয়ো’ ছবি, এ বার ভাইরাল আমেরিকার সংবাদপত্রে মোদির ছবি সহ ‘প্রশস্তি’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে দুই কৃষকের মৃত্যু হয়।

এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51