Tuesday, July 8, 2025
Homeবিনোদন'বিগ বসে'র ঘরে প্রেগনেন্সি টেস্ট অঙ্কিতা লোখান্ডের

‘বিগ বসে’র ঘরে প্রেগনেন্সি টেস্ট অঙ্কিতা লোখান্ডের

Follow Us :

মুম্বই: ‘বিগ বসে’র (Big Boss) ঘর মানেই, যত রাজ্যের কাণ্ড। এবারের ‘বিগ বসে’র ঘরে জুটি হিসাবে প্রবেশ করেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন।

সলমন খানের এই রিয়্যালিটি শো’য়ে পা রাখার পর থেকেই, প্রশ্নের মুখে তাঁদের দাম্পত্য জীবন। এরই মাঝে কাহিনিতে ‘টুইস্ট’। ‘বিগ বসে’র ঘরে আচমকাই প্রেগনেন্সি টেস্ট করলেন অঙ্কিতা লোখান্ডে।

আরও পড়ুন: সামির ‘খেলায়’ মাতলেন পায়েল

ব্যস, ছড়িয়ে পড়ল অঙ্কিতার মা হওয়ার খবর। বিগ বসের ঘরের অন্তরেই রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই। তবে সত্যিই অঙ্কিতা অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য জানা যায়নি। অঙ্কিতা সহ প্রতিযোগীদের এও জানান, মাঝেমধ্যেই নানা ধরনের খাবার খেতে ইচ্ছে করছে তাঁর। খিদে পাচ্ছে ঘনঘন। সত্যিই যদি এমনটা হয়, তবে অঙ্কিতাই হবেন এমন কোনও প্রতিযোগী যিনি বিগবস হাউজে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। যদিও বিগবস নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা হয়নি।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39