skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollকুন্তলদের বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠনের নির্দেশ আদালতের

কুন্তলদের বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠনের নির্দেশ আদালতের

  আদালতে চারটি চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়

Follow Us :

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলের বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Judge Abhijit Gangopadhyay)। প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) একটি মামলায় গত ২১ ডিসেম্বর রিপোর্ট দেয় সিবিআই (CBI)।  আদালতে চারটি চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়। মঙ্গলবার সেই রিপোর্ট পড়ে দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান,  গত ১৮ মে তাপস, কুন্তল এবং নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু চার্জ গঠন হয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, কেন চার্জ গঠন হয়নি। বিল্বদল জানান, নভেম্বর এবং ডিসেম্বর মাসে নিম্ন আদালতে করা এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন বলে চার্জ গঠন হয়নি। ১৪ জানুয়ারির আগেই এস. বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।  দুর্নীতিতে এঁরা দুজন খুব গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান

বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান তাপস, কুন্তল এবং নীলাদ্রির বিচার প্রক্রিয়া (Trial) কবে শুরু হবে। সিবিআই আইনজীবীর অভিযোগ, এই তিনজন নতুন আবেদনের নামে মামলা বিলম্বিত করার চেষ্টা করছেন। বিচারপতির নির্দেশ, ওই তিনজন যদি নতুন করে নিম্ন আদালতে আবেদন করেন, তা হাইকোর্টের কাছে পাঠাতে হবে। নিম্ন আদালত তার বিচার করতে পারবে না। এই তিনজনের বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করতে হবে এবং বিচার প্রক্রিয়া (Trial) শুরু করতে হবে। 

আদালতের আরও নির্দেশ, এস. বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পর তাঁরা কোনও নথি না পাওয়ার দাবি করেন, তবে তার জন্য ১৫ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ হওয়ার পর দ্রুত চার্জ গঠন করতে হবে। মামলার পরবর্তী শুনানি ১১  জানুয়ারি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular