Placeholder canvas
HomeScrollমেডিক্যালের অগ্নিকাণ্ড খতিয়ে দেখতে হাসপাতালে স্বাস্থ্যসচিব

মেডিক্যালের অগ্নিকাণ্ড খতিয়ে দেখতে হাসপাতালে স্বাস্থ্যসচিব

আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফরেনসিক বিশেষজ্ঞরা

কলকাতা: সোমবার মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) আগুন লাগার পর
মঙ্গলবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Health Secretary WB Narayan Swarup Nigam)। এদিন হাসপাতালের পরিস্থিতি সরেজমিনবে খতিয়ে দেখেন। স্বাস্থ্যসচিব  কথা বলেন, হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও। তিনি বলেন, অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় সতর্ক-রাজ্য স্বাস্থ্য দফতর। অবিলম্বে মেডিক্যাল কলেজের সমস্ত বিভাগে অগ্নিসুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখা হবে। জানালেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম।

কালীপুজোর পরের দিন সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের ১ নম্বর গেটের কাছে হেমাটোলজি বিল্ডিংয়ের দোতলার ল্যাবরেটরিতে আগুন লাগে। পুলিশের প্রথমিক অনুমান, গবেষণাগারের বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ছিল তা থেকেই আগুন লেগে থাকতে পারে।

আরও পড়ুন: ৫ বিচারপতির বদলির বিজ্ঞপ্তি কেন্দ্রের

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যসচিব বলেন, সোমবার আগ্নিকাণ্ডের ঘটনার পর এদিন পরিদর্শনে এসেছিলাম। কোনও জায়গা থেকে আগুন লেগে ছিল তা খতিয়ে দেখছে ফরেনসিক বিশেষজ্ঞরা। হাসপাতালের ফায়ার সিস্টেম ভালো ভাবে কাজ করেছে। পূর্ত দফতরের ইলেকট্রিক বিভাগ সহ সমস্ত অফিসারদের নিয়ে পরিদর্শনে গিয়েছিলাম। সব রকমের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে হবে বলেও জানান। ফরেনসিক বিভাগ তদন্ত করছে কিভাবে আগুন লেগেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার রোগী পরিষেবায় কোন বিঘ্ন ঘটেনি। সমস্ত বিভাগেই রোগী পরিষেবা স্বাভাবিক। এমসিএইচ বিল্ডিং এর অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে সেই ঘরটি বাদে সব বিভাগেই পরিষেবা স্বাভাবিক।

আরও অন্য খবর দেখুন

A. R. Rahman | নজরুল ইসলামের 'ভাঙার গান'-এর সুর বিকৃত করে রিমেক অস্কারজয়ী এ আর রহমানের

RELATED ARTICLES

Most Popular

Recent Comments