Placeholder canvas
HomeBig newsকর্নাটকে নিয়োগ পরীক্ষায় মুখের আবরণ নিষিদ্ধ

কর্নাটকে নিয়োগ পরীক্ষায় মুখের আবরণ নিষিদ্ধ

মঙ্গলসূত্র, নূপুর পরায় অনুমতি

বেঙ্গালুরু: বিজেপি সরকারের আমলে কর্নাটকে (Karnataka) হিজাব-বিতর্কে (Hijab Row) উত্তাল হয়েছিল দেশ। গত মে মাসে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে কংগ্রেস (Congress)। নতুন সরকারের নিয়োগ পরীক্ষায় (Recruitment Exams) এবার কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মুখে কোনও রকম আবরণ রাখা নিষিদ্ধ করল।

কর্নাটক এগজামিনেশন অথরিটি (KEA) রাজ্যের যে কোনও পর্ষদ এবং কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় মুখে আবরণ রাখা চলবে না বলে জানিয়ে দিয়েছে। যদিও নিয়মমাফিক এই বিজ্ঞপ্তিতে হিজাব নিষিদ্ধ বলে কোনও পোশাকবিধি জারি হয়নি। তবে হিন্দুত্ববাদীদের চাপে পড়ে হিন্দু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মঙ্গলসূত্র (Mangalsutra) এবং নূপুর পরার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দীপাবলির জের, আরও বিষাক্ত দিল্লির বাতাস

প্রসঙ্গত, আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজ্যে বিভিন্ন পর্ষদ ও কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা হবে। কেইএ বলেছে, পরীক্ষার হলে মাথা, মুখ ও কান ঢাকা পড়ে এমন কোনও কাপড় বা টুপি পরা চলবে না। ব্লু টুথ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

যদিও গত অক্টোবরের নিয়োগ পরীক্ষায় কেইএ হিজাব ব্যবহার নিষিদ্ধ করেনি। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী এম সি সুধাকর এবারের নির্দেশের ব্যাখ্যায় জানিয়েছেন, স্কুলে হিজাব পরা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের সঙ্গে বিভ্রান্তির কোনও কারণ নেই। সুপ্রিম কোর্টের রায় কেবলমাত্র স্কুলের জন্য প্রযোজ্য। এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই, বলেন মন্ত্রী।

Jaynagar News | জয়নগরে খুনের বদলা খুন! মারের বদলা মার!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments