Placeholder canvas
Homeকলকাতা৫ বিচারপতির বদলির বিজ্ঞপ্তি কেন্দ্রের

৫ বিচারপতির বদলির বিজ্ঞপ্তি কেন্দ্রের

কলকাতা: কেন্দ্রীয় সরকার সোমবার পাঁচ বিচারপতির বদলির সুপারিশ মেনে নিয়ে নোটিস জারি করল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই পাঁচ বিচারপতির বদলির সুপারিশ করেছিল। কেন্দ্রীয় আইন মন্ত্রক এদিন তাতে সিলমোহর দিয়েছে। এঁদের মধ্যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি রয়েছেন।

তাঁরা হলেন বিচারপতি শেখর বি শরাফ এবং বিচারপতি বিবেক চৌধুরী। বিচারপতি শরাফকে এলাহাবাদ এবং বিচারপতি চৌধুরীকে পাটনা হাইকোর্টে বদলি করা হয়েছে।

এছাড়া এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার সিংকে মাদ্রাজ হাইকোর্টে, তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি এম সুধীর কুমারকে মাদ্রাজ হাইকোর্টে এবং তেলঙ্গানা হাইকোর্টের অপর বিচারপতি সি সুমালতাকে কর্ণাটক হাইকোর্টে বদলি করা হয়েছে।

কলেজিয়াম নিয়ে কেন্দ্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিবাদ চলছে। বিচারপতি নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় কলেজিয়াম নাক গলাক, এটা কেন্দ্রীয় সরকার চায় না। কিরণ রিজিজু আইনমন্ত্রী থাকাকালীন বারবার তিনি এর বিরোধিতা করেন। পরে অবশ্য তাঁর মন্ত্রক বদলে যায়। সুপ্রিম কোর্ট বলে, কলেজিয়াম থাকা উচিত। কেন্দ্র তার বিপক্ষে। এর আগে বহবার কেন্দ্র কলেজিয়ামের সুপারিশ আটকে দিয়েছে। তা নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments