skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollমাসের প্রথম দিনই মহার্ঘ হল পেট্রোল-ডিজেল
Petrol Diesel price

মাসের প্রথম দিনই মহার্ঘ হল পেট্রোল-ডিজেল

১ টাকা করে বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য

Follow Us :

কলকাতা: মাসের প্রথম দিনই মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। কলকাতায় বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price Hike) দাম। লোকসভা ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম। আজ সোমবার থেকে রাজ্যে ১.১ টাকা বেড়েছে পেট্রোলের দাম। ১ টাকা করে বেড়েছে লিটার পিছু ডিজেলের দাম। এদিন সকাল ৬টা থেকে ধার্য হয়েছে এই নয়া রেট। দাম বৃদ্ধির কথা আগেই জানিয়েছিলেন রাজ্যে পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন। ১ লা জুলাই থেকে এক টাকা করে বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে আগেই জানানো হয়েছিল এই দামবৃদ্ধির কথা।

আরও পড়ুন: বুধবার থেকে দক্ষিণে হাওয়া বদল, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতাC

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, জ্বালানি তেল বিক্রিতে এক টাকা করে ছাড়ের সুবিধা দিয়েছিল রাজ্য। রবিবার শেষ হয়েছে সেই ছাড়ের মেয়াদ। এর পরই সোমবার থেকে বেড়েছে তেলের দাম। পেট্রোলের ( Kolkata Petrol Price) দাম ছিল লিটার পিছু ১০৩ টাকা ৯৪ পয়সা। এদিন সকাল ৬ টা থেকে নতুন দাম ধার্য হয়েছে। বর্ধিত দাম অনুযায়ী ১ লিটার পেট্রোল ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে ডিজেল ছিল লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা। সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। লিটার পিছু ডিজেলের( Kolkata Diesel Price) দাম বেড়ে হতে চলেছে ৯১ টাকা ৭৬ পয়সা। তবে তেলের মূল্যবৃদ্ধি হয়লেও কমেছে রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ কেজির রান্নার গ্যাসের (বাণিজ্যিক) সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা। এবার নতুন মাস থেকে এক ধাক্কায় তা নেমে হয়ে যাচ্ছে ১৭৫৬ টাকা।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular