
কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Vote) মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে। জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ (Police)। নাকা চেকিংয়ে ধরা পড়ছে প্রচুর পরিমাণে টাকাও। এবার খাস কলকাতায় ভোটের এক সপ্তাহ আগে একাধিক দেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হল। বউবাজার থানা এলাকা থেকে অভিযুক্ত ধরা পড়েছে। ওই বন্দুক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রে আর কে কে জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
কার্তুজ সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। অভিযুক্তের নাম আব্দুল মজিদ (৪৮) ওরফে মজিদ। তার বাড়ি হাওড়ার লিলুয়া থানা এলাকার লিলুয়া রেলকলোনিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বউবাজার থানা এলাকার বিএন সরকার সরণি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছে থেকে ছটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। ১০০টি আট এমএম কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন: মহিলাদের কটুক্তি, দুই বিজেপি কর্মীকে মারধর
আরও খবর দেখুন