skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeখেলাIPL 2023 | KKR vs RR | 'যশস্বী' ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে...

IPL 2023 | KKR vs RR | ‘যশস্বী’ ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর

Follow Us :

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে রাস্তা আরও পরিষ্কার করে নিল রাজস্থান রয়্য়ালস। যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে মাঠে দাঁড়াতেই দিল রাজস্থান। ১৩ বলে অর্ধশতরান করে আইপিএলে নিজের ব্যাটিংয়ের সিলমোহর লাগিয়ে দিলেন বাঁ হাতি এই ব্যাটার। ফুচকা বিক্রি করা যশস্বী যেন বিনে পয়সায় চার-ছক্কার ফুচকা খাইয়ে গেলেন নাইটদের। তাঁর ব্যাটিংকে দাঁড়িয়ে কুর্নিশ জানালেন ইডেনের দর্শকরা।  ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এল রাজস্থান।

বৃহস্পিতবার কলকাতার প্লে-অফে ওঠার স্বপ্নে জল ঢেলে দিল রাজস্থান। এদিন টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান সঞ্জু স্যামসনের দল। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআরের। এদিনও ব্যর্থ হয় দলের ওপেনিং জুটি। ট্রেন্ট বোল্টের বলে জেসন রয় ও রহমানুল্লা গুরবাজ অল্প রানে আউট হয়ে যান।  বাউন্ডারিতে জেসনের দুরন্ত ক্যাচ ধরেন শিমরন হেটমায়ার। গুরবাজের ক্যাচ ধরলেন সন্দীপ শর্মা।

আরও পড়ুন: Weather Updates | দক্ষিণবঙ্গে আজও জারি তাপপ্রবাহ, স্বস্তি কবে, কী বলছে আবহওয়া দফতর

এরপর ইনিংসের হাল ধরেন নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ারের জুটি। কিন্তু রাজস্থানের বোলিংয়ের সামনে হাত খুলে খেলতে পারেনি কেকেআর। ২২ রান করে আউট হয়ে যান নীতীশ। ভেঙ্কটেশ ৫৭ রানের ইনিংস কেকেআরকে এগিয়ে নিয়ে যায়। নীতীশকে আউট করে আইপিএলে সর্বাধিক উইকেটের মালিক হলেন চহাল।  এরপর ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলও আগের ম্যাচের মতো ঝড় তুলতে পারেননি। এদিন রিঙ্কুর ব্যাট থেকেও রান আসেনি। তিনিও শিকার হন চহালের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানে শেষ হল কেকেআরের ইনিংস।

কেকেআরের বিরুদ্ধে রাজস্থানের স্পিনারদের পারফরম্য়ান্স দেখে মনে হয়েছিল, কলকাতার স্পিনাররাও হয়তো ভাল বল করবেন। প্রথম ওভারে বল করতে যান নীতীশ। আর প্রথম ওভারেই খেলার ফল নিশ্চিত করে দেন যশস্বী। প্রথম ওভারে তিনি ২৬ রান করেন। সেই যে শুরু করলেন তার পরে আর থামানো যায়নি তাঁকে। মাত্র ১৩ বলে আইপিএলের ইতিহাসের দ্রুততম অর্ধশতরান করেন যশস্বী। লোকেস রাহুল ও প্যাট কামিন্সের নজির ভেঙে দিলেন তিনি।

বাটলার শূন্য রানে রান আউট হলেও রাজস্থানের ব্যাটিংয়ে তার কোনও প্রভাব পড়েনি। কারণ, যশস্বীর বিধ্বংসী ব্যাটিং কেকেআরের বোলারকে ধোপে টিকতে দেয়নি। দেখে মনে হচ্ছিল, ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখছেন যশস্বী। পাওয়ার প্লে-তেই ৭৮ রান তুলে ফেলে রাজস্থান। সব বোলারকে ব্যবহার করেন নীতীশ। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। যশস্বী ও সঞ্জুর ইনিংস কেকেআরে বোলারদের কপালে ভাঁজ ফেলে দেয়।

শেষ দিকে শতরান করারও সুযোগ আসে যশস্বীর সামনে। ২ রানের জন্য শতরানে পৌঁছতে পারেননি যশস্বী। ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এদিকে সঞ্জু অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে। ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান। বাল যেতে পারে, গতকাল হেরে কার্যত এবারের আইপিএলেপ প্লে-অফ থেকে বিদায় কেকেআরের।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP West Bengal | বিজেপির প্রার্থী নিয়ে বিজেপিতেই তুলকালাম, বিশাল মিছিল বিক্ষুব্ধদের
00:00
Video thumbnail
Sanjay Raut | সঞ্জয় রাউতের বিরাট দাবি, NDA ছাড়তে চলেছে JDU-TDP-LJP! কী হতে চলেছে দেখুন
02:55:51
Video thumbnail
আজকে (Aajke) | আমাদের রাজ্যপাল, শুভেন্দু অধিকারী আর নির্যাতিতদের নিয়ে দুটো কথা
11:18
Video thumbnail
Fourth Pillar | ২৪ জুন সংসদে মোদিজি বিরোধীদের সামনে দাঁড়াবেন নাকি এক গ্লাস জল খেয়ে পালাবেন?
10:59
Video thumbnail
Politics | পলিটিক্স (17 June, 2024)
16:54
Video thumbnail
বাংলা বলছে | কীভাবে এত বড় ট্রেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় মালগাড়ির চালকের কাঁধে ঠেলছে রেল
33:59
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
05:02:11
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
05:17:59
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
04:50:36
Video thumbnail
Stadium Bulletin | সুপার এইটের তিন ভেন্যুতে বিপন্ন ভারত?
29:31