skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যসরকারি জমিতে পাকা স্টল, প্রকাশ্যে গোষ্ঠী-কোন্দল!
Kachuberia Jetty Ghat Stall

সরকারি জমিতে পাকা স্টল, প্রকাশ্যে গোষ্ঠী-কোন্দল!

সরকারি জমিতে স্টল নির্মাণের কাজ বন্ধের নির্দেশ গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের

Follow Us :

গঙ্গাসাগর: সরকারি জায়গা থেকে জবরদখল তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে (Kachuberia Ghat) সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে স্থানীয় তৃণমূলের (TMC) মতবিরোধ প্রকাশ্যে এল।

তৃণমূল পরিচালিত স্থানীয় মুড়িগঙ্গা-‌১ পঞ্চায়েতের উদ্যোগে সরকারি জমিতে স্টল নির্মাণের (Kachuberia Jetty Ghat Stall) কাজ মাঝপথে বন্ধের নির্দেশ দিল গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদ। এই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আছেন জেলা পরিষদের জয়ী দুই তৃণমূল সদস্য শ্রীমন্ত মালি ও সন্দীপ পাত্র ওরফে জিকো।

আরও পড়ুন: দীঘার জগন্নাথ মন্দির তৈরিতে বিলম্বে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

মাঝপথে নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় কটাক্ষ করেছে বিজেপি (BJP)। স্টলনির্মাণ অবৈধ ও গায়ের জোরে করা হচ্ছিল বলে ক্ষোভ এলাকার সাধারণ বাসিন্দাদেরও। রাজ্যের অন্যতম তীর্থ পর্যটনকেন্দ্র গঙ্গাসাগর (Gangasagar)। সাগরে পৌঁছতে গেলে কাকদ্বীপের লট নং আট থেকে ভেসেলে চেপে যেতে হয় সাগরের কচুবেড়িয়াতে। এই কচুবেড়িয়া থেকে বাস চেপে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে যেতে হয়।

গত কয়েক মাস আগে গঙ্গাসাগরে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার্থে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন জবরদখলকারী ছোট দোকানদারদের উচ্ছেদ করে প্রশাসন। সেই উচ্ছেদ হওয়া দোকানদের জন্য স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সরকারি জমিতে মুড়িগঙ্গা নদীর বাঁধের ওপর পাকা স্টল নির্মাণ শুরু করে। এই পরেই শুরু হয় বিতর্ক। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই বিতর্ক আরও মাথাচাড়া দেয়। তারপরেই গঙ্গাসাগর-‌বকখালি উন্নয়ন পর্ষদের (Gangasagar Bakkhali Development Authority) পক্ষ থেকে নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular