skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরHate Speech: সহকর্মী অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য, গ্রেফতার সবং কলেজের অধ্যাপক

Hate Speech: সহকর্মী অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য, গ্রেফতার সবং কলেজের অধ্যাপক

Follow Us :

সবং: এক অধ্যাপিকার প্রতি জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল পশ্চিম মেদিনীপুরের এক অধ্যাপককে! পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য এবং মানসিক নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরাকে। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

কলেজ ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সবং কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মাণ্ডির অভিযোগ, পরীক্ষা চলাকালীন কলেজের ওই বিভাগের অধ্যাপক নির্মল বেরা তাঁর ‘জাতি’ তুলে অপমানজনক মন্তব্য করেন। এরপর, কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনও ব্যবস্থা নেয়নি বলে তাঁর অভিযোগ। তাই ওই অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন পাপিয়া। গতবছর ১৯ অক্টোবর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা যায়। এরপর অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে বলে জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ তপনকুমার দত্ত।

এ নিয়ে সরব হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগাণা মহল। সবং কলেজ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। লাগাতার প্রতিবাদ উঠে এসেছিল সংগঠনের পক্ষ থেকে। অবশেষে অভিযুক্ত নির্মল বেরাকে গ্রেফতার করল সবং থানার পুলিস। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: Bankura: পুর প্রশাসককে ফুল-মিষ্টি, প্রশংসা, তৃণমূলে ‘পা বাড়িয়ে’ বাঁকুড়ার বিজেপি-বিধায়ক?

RELATED ARTICLES

Most Popular