skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent NewsBaguiati Hotel Blast : ২৪ ঘণ্টা পরেও বাগুইআটি বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা

Baguiati Hotel Blast : ২৪ ঘণ্টা পরেও বাগুইআটি বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা

Follow Us :

কলকাতা: বাগুইআটির (Baguiati) হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণের (Baguiati Blast) ঘটনা নিয়ে ধোঁয়াশা বাড়ছে ক্রমশ। কী কারণে, কোথা থেকে বিস্ফোরণ ঘটল সে ব্যপারে মুখে কুলুপ এঁটেছে হোটেল কর্তৃপক্ষ। পুলিস এবং দমকল পৃথকভাবে তদন্ত চালালেও এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।এমনকী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেনসিক দল।

সোমবার রাতের ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা কাটতে চলেছে। এখনও তদন্তে কোনও অগ্রগতি না হওয়ায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, পুলিস গোটা বিষয়টি ধামাচাপা দিতে চাইছে না তো? ওই হোটেলটির বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের বিস্তর অভিযোগও রয়েছে। এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই হোটেলটি বেআইনি ভাবে চলছে। প্রায় দিনই হোটেলের জানলা থেকে নীচের ফাঁকা জায়গায় বোতল ছুড়ে ফেলা হয়। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। মঙ্গলবারও হোটেলের পিছনের মাঠে বেশ কয়েকটি ফাঁকা সিলিন্ডার পড়ে থাকতে দেখা গিয়েছে।

এদিন পুলিস হোটেলের আশপাশ এলাকা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তার মধ্যেই সকালে হোটেলের কয়েকজন কর্মীকে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। এমনকী বিয়েবাড়ির লোকজনকেও সকালে হোটেল থেকে বেরতে দেখা যায়। সোমবার রাতের ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাননি কেউই।

আরও পড়ুন- Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে রিপোর্ট সিট, সিবিআইয়ের

স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় রঘুনাথপুরের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে হোটেল। ব্যাঙ্কোয়েট হল তখন ভিড়ে জমজমাট। আচমকা বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি পড়ে যায়। ভেঙে পড়ে ফায়ার রিজার্ভার বক্স। হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে এক জন মারা যান। মৃত ব্যক্তির নাম শেখর বেরা, বয়স ৩৮ বছর। তিনি ওই হোটেলেরই নিরাপত্তা কর্মী ছিলেন। গুরুতর জখম হন বাগুইআটি জর্দাবাগানের বাসিন্দা এক ইলেকট্রিক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনি আর জি কর হাসপাতালে ভর্তি।

 

 

RELATED ARTICLES

Most Popular