skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeকলকাতাবন্ধ হয়ে যাচ্ছে রাতের মেট্রো পরিষেবা!
Kolkata Metro

বন্ধ হয়ে যাচ্ছে রাতের মেট্রো পরিষেবা!

মেট্রো পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ

Follow Us :

কলকাতা: ২৬ মে থেকে চালু হয়েছে রাতের বিশেষ মেট্রো পরিষেবা (Kolkata Metro)। কিন্তু সেভাবে যাত্রী হচ্ছে না মেট্রোতে। বেশিরভাগ দিনই ফাঁকা থাকছে মেট্রোর কামরা। রাত করে বাড়ি ফেরা কিছু অফিসকর্মীকেই নিয়েই যাচ্ছে মেট্রো।

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে ৬০০০ টাকা। আর সেখানেই রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (Metro Railway, Kolkata)।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঢুকছে মৌসুমী বায়ু, আজ থেকেই বৃষ্টি!

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একেকটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ হয় ১ লক্ষ ৩৫ হাজার টাকা। অর্থাৎ দুটি মেট্রোয় ২ লাখ ৭০ হাজার। সেইসঙ্গে আরও নানান খরচ বাবদ ৫০ হাজার টাকা খরচ হয়। অর্থাৎ মেট্রোটি চালাতে গিয়ে কর্তৃপক্ষের ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়। আর আয় হয় মাত্র ছ’হাজার টাকা। স্বাভাবিকভাবেই আয় কম, ব্যয় বেশি। এমতাবস্থায় রাত ১১টা মেট্রো চালানো কতদিন সম্ভব হবে সেই নিয়ে চিন্তায় পড়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular