skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরকংগ্রেস-সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, গোসাবায় অভিষেক

কংগ্রেস-সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, গোসাবায় অভিষেক

Follow Us :

গোসাবা: কংগ্রেস-সিপিএম উঠেই গিয়েছে। ওদের ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো। গোসাবা ও খড়দহের সভা থেকে এভাবেই বাম-কংগ্রেসকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

অভিষেক বলেন, ফল ঘোষণা ৬ মাস হয়ে গিয়েছে, কোনও বিজেপি নেতা পাশে দাঁড়িয়েছেন? যশ-আমফানের সময়ও কাউকে দেখা যায়নি। আপনার বিপদে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবেন, বিজেপির বহিরাগতরা থাকবেন না। এই লড়াই উন্নয়নের লড়াই। সভা থেকে নতুন স্লোগানও দেন অভিষেক- এক, দুই, তিন, বিজেপিকে বিদায় দিন।

আরও পড়ুন: বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না, গোসাবা থেকে বিজেপিকে কটাক্ষ অভিষেকের

ভবানীপুর উপনির্বাচন এবং সামশেরগঞ্জ, জঙ্গিপুর সাধারণ নির্বাচনে পর্যদস্তু হয়েছে বাম-কংগ্রেস। গোসাবার সভা থেকে তাদেরকেও আক্রমণ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক বলেন, কংগ্রেস-সিপিএমের কোনও প্রাসঙ্গিকতা নেই। তাই ওদের ভোট দিয়ে কোনও লাভ নেই। কংগ্রেসের অবস্থা খারাপ। সিপিএম তো উঠেই গিয়েছে। ওদের ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো।

বহিরাগত ইস্যুতেও বিজেপিকে কড়া আক্রমণ করেন তিনি। অভিষেকের কোথায়, ভোটের আগে এসে যারা বড়বড় কথা বলেছিল, ভোট মিটতে তাঁদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ভাবে জ্বালানি তেল, পোস্ত-সহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে, তা নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, সাধারণ মানুষের চোখে জল পড়ছে। কালো টাকা ধ্বংসের নামে সাধারণ মানুষের দুঃখ বাড়িয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: ১০০ কোটি ভ্যাকসিন নিয়ে মাতামাতি, জাতির উদ্দেশে ভাষণে অনেক কিছুই এড়ালেন মোদি

অভিষেকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিশ্বব্যাপী দুর্গাপুজোর প্রচারের জন্য ক্লাবগুলিকে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়। এটা বাংলা, গুজরাত নয়, আমরা আত্মসমর্পণ করব না।

RELATED ARTICLES

Most Popular