skip to content
Sunday, June 30, 2024

skip to content
Homeআন্তর্জাতিকGoogle | বিনামূল্যের খাবার, লন্ড্রি সার্ভিস ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করছে গুগল!

Google | বিনামূল্যের খাবার, লন্ড্রি সার্ভিস ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করছে গুগল!

Follow Us :

নয়াদিল্লি: প্রযুক্তি ক্ষেত্রে দুনিয়া জুড়ে কর্মী ছাঁটাই পর্বে চলছে। মার্কিন টেক জায়ান্ট গুগল (US Tech Giant Google) গণছাঁটাইয়ের এই ট্রেন্ডে (Mass Layoff Trend) অন্যতম নাম। কর্মী ছাঁটাইয়ের স্বপক্ষে সর্বত্র একটাই যুক্তি দেওয়া হচ্ছে, লাভ নেই, খরচ বাঁচানো জন্য করমীদের বরখাস্ত (Sack) করতে হচ্ছে। কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আগেই হয়ে গিয়েছে। এখন ধাপে ধাপে কর্মী সংখ্যা কমানোর পর্ব চলছে। এরই মাঝে খবর, ব্যয় কমাতে সাশ্রয়ী ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে গুগল। 

কী সেই সিদ্ধান্ত? গুগল বেতন ছাড়াও কর্মীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেয়। সেই সংক্রান্ত খরচ (Expenditure) ইদানিং বেড়েছে। সংস্থা চাইছে, এবার এক্ষেত্রে লাগাম টানতে। কর্মীদের খুশি রাখতে অতিরিক্ত খরচ (Additional Spendings) করতে আর রাজি নয় গুগল।  

আরও পড়ুন: Pakistan | পাকিস্তান ছাড়ছে চীনারা, বন্ধ ৩০টি মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট 

মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গুগলের অফিস রয়েছে। ভারতেও অফিস রয়েছে। সারা বিশ্বে গুগলের যে সমস্ত অফিস রয়েছে, সেখানে কর্মরত কর্মীদের স্ন্যাক্স (Snacks), লন্ড্রি সার্ভিস (Laundry Services), ম্যাসাজ (Massages), বিজনেস লাঞ্চ (Business Lunches) ইত্যাদি সবই বিনামূল্যে দেওয়া হয়। মাসে মাসে এই সমস্ত কম্প্লিমেন্টারি (Complimentary) সুযোগ-সুবিধার পিছনে গুগল বিপুল পরিমাণ অর্থ খরচ করে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, খরচ কমানোর জন্য গুগল কর্মী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করছে। গুগলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার রুথ পোরাট (Ruth Porat, Google’s Chief Financial Officer) বলেছেন, উচ্চ অগ্রাধিকার (High Priority) কাজের দিকে মনোনিবেশ করতে হলে, সংস্থাকে সেই মতো অর্থ তহবিল কার্যকরীভাবে ব্যবহার করতে হবে। গত শুক্রবার কর্মীদের উদ্দেশে বার্তাও দিয়ে দিয়েছেন তিনি। আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) মন্থর গতিতে চলবে এবং যে সমস্ত কাজে অগ্রাধিকার দেওয়া উচিত, সেসব ক্ষেত্রে বিভিন্ন টিমকে রিলোকেট (Relocation of Teams) করা হবে। 

কর্মীদের উদ্দেশে এই বার্তাও পাঠানো হয়েছে, ল্যাপটপের মতো ব্যক্তিগত টেকনলজির (Personal Technology Like Laptops) ক্ষেত্রে সংস্থা যে কোনও রকম বিনিয়োগ (Investment) বন্ধ করছে। কর্মীদের যে সমস্ত অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়, সংশ্লিষ্ট অফিসের প্রয়োজনীয়তা অনুযায়ী তা স্থির করা হবে এবং খুঁটিনাটি দিক পর্যালোচনা করা হবে। মাইক্রো কিচেনের (Micro Kitchen) যে সুবিধা দেয় গুগল, তা বন্ধ করা হবে। এক্সারসাইজ ক্লাসের (Exercise Class) সময় সময়েও হেরফের করা হবে। এখানে উল্লেখ্য, গুগল কর্মীদের ফ্রি স্যাক্স, লন্ড্রি, বিজনেস মিল, ম্যাসাজ, ইত্যাদি যে সমস্ত সুবিধা দেয়, তার জন্য কর্পোরেট দুনিয়ায় আলাদা সুখ্যাতি রয়েছে সংস্থার। লোকজন সেই কারণেই আরও বেশি করে গুগলের প্রশংসাও করতেন এবং চাকরি পাওয়ার জন্যও ঝাঁপাতেন। কিন্তু এবার সেই সমস্তই সুযোগ-সুবিধাই বন্ধ করতে চলেছে গুগল। তার প্রভাবও যে গুগলের সুখ্যাতির উপর পড়বে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। 

উল্লেখ্য, গুগল গত জানুয়ারি মাসে ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। সংস্থার ৬ শতাংশ কর্মী সংখ্যা কমানো পিছনে অন্যতম কারণ হলো, খরচ বাঁচানো এবং প্রতিভা ও সংস্থানের (Talent and Resource) উপর মনোনিবেশ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে (Artificial Intellligence) আরও বেশি করে বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
মিড ডে মিলের চাল পাচার অভিযোগ তৃণমূলের এই নেতার বিরুদ্ধে
12:06:06
Video thumbnail
Virat Kohli | India vs South Africa Final 2024 | বিরাট ঘোষণা, শেষ টি ২০ বিশ্বকাপ খেললেন বিরাট কোহলি
09:14:13
Video thumbnail
জেল থেকে হুমকি ব্যবসায়ীকে, কী করে সম্ভব ?
12:00:02
Video thumbnail
Indian Railway | খড়গপুর ডিভিশনে দু'শোর বেশি ট্রেন বাতিল, কবে থেকে?
02:48:06
Video thumbnail
Rahul Gandhi | Hemant Soren | জামিনের পর হেমন্ত সোরেন কে ফোন রাহুল গান্ধীর, কী কথা হলো?
01:36:36
Video thumbnail
India vs South Africa Final 2024 | টি২০ বিশ্বকাপ জিতে কী করল টিম ইন্ডিয়া? দেখুন আনন্দের ভিডিও
00:00
Video thumbnail
India vs South Africa Final 2024 | সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন, বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড ভারতের
00:00
Video thumbnail
India vs South Africa Final 2024 | বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
12:32
Video thumbnail
India vs South Africa Final 2024 | বিশ্বকাপ জিতে বার্বাডোজে ইন্ডিয়ান ফ্ল্যাগ পুঁতলেন রোহিত
00:00
Video thumbnail
IND vs SA Final | ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কাঁদছে, রোহিত-বিরাট চোখে দল দ্রাবিড়ের
00:00