skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsকৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি মমতার

কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি মমতার

Follow Us :

কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে একর প্রতি দশ হাজার টাকা ও বর্গাদারদের জন্য নূন্যতম চার হাজার টাকা ভাতার ঘোষণা করলেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনী পর্বে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি মতো কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নবান্নে বলেন, একর প্রতি জমিতে যেসব কৃষক পাঁচ হাজার টাকা করে পান, তাঁরা এবছর থেকে ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা করে পাওয়া যাবে। আমাদের ৬০ লক্ষ কৃষকবন্ধু আছেন। আগে তাঁরা ৫ হাজার টাকা এবং ন্যূনতম ২ হাজার টাকা করে পেতেন। আমাদের এই প্রকল্পে খেতমজুর ও বর্গাদাররাও রয়েছেন। এবার এক একর জমিতে বছরের দুবারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া খেতমজুর ও বর্গাদার যাঁদের হয়ত এক কাটা, দুকাটা করে জমি, তাঁরা ৪ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি তিনি কেন্দ্র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না এবং কম দিচ্ছে। তাছাড়া খেতমজুর, বর্গাদার কেউ নেই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সারা রাজ্যজুড়ে বহু কৃষকের হাতে আজ টাকা তুলে দেওয়া হবে। বাকিরাও আস্তে আস্তে পেয়ে যাবেন। এই টাকা দিয়ে দেওয়ার জন্য জেলাশাসকদের অনুরোধ করব। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পে কোনও কৃষক মারা গেলে আমরা ২ লক্ষ টাকা পর্যন্ত দিই। এখনও পর্যন্ত আমরা প্রায় ৬২ লক্ষ কৃষক, বর্গাদার, ভাগচাষিদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। ৪ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই করা হয়েছে। ২৮ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। কৃষকদের আয় তিন গুণের বেশি হয়ে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular