skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent News২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত রাজ কুন্দ্রা ও রায়ানের

২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত রাজ কুন্দ্রা ও রায়ানের

Follow Us :

মুম্বই: আগামী ৩ দিন পুলিশ হেফাজতে থাকবেন শিল্পা শেট্টির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও তাঁর সঙ্গী রায়ান থার্প। মঙ্গলবার কুন্দ্রা ও
রায়ান থার্পকে মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে নিয়ে আসা হয়। সেখানেই ২৩ জুলাই পর্যন্ত দুই অভিযুক্ত রায়ান ও কুন্দ্রাকে পুলিশ হেফাজতের
নির্দেশ দেয় আদালত। রাজ কুন্দ্রাকে কাল রাতে গ্রেফতার করা হলেও থার্পকে পর্ন তৈরিতে যুক্ত থাকার অভিযোগে আজ মঙ্গলবার গ্রেফতার
করে মুম্বই পুলিশ।

পর্ন তৈরি ও আপলোড করার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হন রাজ। সুত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বহু নাম ও তথ্য উঠে আসবে। ফলে গ্রেফতার হতে পারেন আরও অনেকে। এবছরের ফেব্রুয়ারিতে একটি এফআইআর দায়ের হয়। অভিযোগ ছিল, এক মোবাইল অ্যাপে পর্ন তৈরি করে আপলোড করা হচ্ছে। তদন্তে নামে মুম্বই পুলিশ। তদন্তে প্রধান ষড়যন্ত্রী হিসেবে উঠে আসে ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম।

আরও পড়ুননীলছবি তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

তবে গ্রেফতার করে আদালতে তোলা হলেও, হাই প্রোফাইল প্রভাবশালী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে তদন্ত, কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে ব্যাপারে অনেকেই সন্দিহান। কারণ রাজ কুন্দ্রার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। দ্বিতীয়তঃ মোবাইল অ্যাপে পর্নোগ্রাফির শুটিংয়ের বিষয়ে অনেক আইনি জটিলতা রয়েছে। নির্দিষ্ট করে সেখানে পর্নোগ্রাফি শুটিংয়ের অপরাধ সংক্রান্ত বিষয়ে বলা নেই। এর ওপর রাজের আত্মবিশ্বাসও ইঙ্গিত দিচ্ছে তিনি এতটুকুও ভীত নন। গ্রেফতার হওয়ার আগে এনিয়ে সোমবার একটি ট্যুইটও করেন কুন্দ্রা।

তিনি লেখেন, ‘পথের বাধা সাময়িক। কেউ আপনাকে থামাতে পারবে না।’ এই ট্যুইটের মাধ্যমে তাঁকে আটকে রাখা কারও পক্ষে সম্ভব নয়, এমন বার্তাই দিতে চেয়েছেন শিল্পা শেট্টির স্বামী, মনে করছেন সিনেপ্রেমীরা।

RELATED ARTICLES

Most Popular