skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent Newsপ্রতারণা মামলায় গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল

প্রতারণা মামলায় গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল

Follow Us :

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অভিযোগ উঠল প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠের বিরুদ্ধে। শনিবার রাতে শুভেন্দুর ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ। গ্রেফতারের পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তদন্তকারী অফিসারদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। ২০১৮ সালের শেষের দিক থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন ভাবে ২০১৯ সালের শেষ পর্যন্ত এই টাকা তোলা হয়। এই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার ঘটনায় আরও ৪ জনের নাম উঠে আসছে। তদন্তকারী অফিসাররা মূলত তদন্ত করে দেখছে কার নির্দেশে এই টাকা তোলা হয়েছিল। এই টাকা তুলে কাদের কাছে পাঠানো হয়েছিল। রাখাল ফেরার ২০১৮ এবং ১৯ সালের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। এই সময় কাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন কাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল সেটা কোথায কিভাবে পাঠান হয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসার। এই টাকা কোথায় গচ্ছিত রাখা হয়েছে বা কারুর অ্যাকাউন্টে এই টাকা রাখা হয়েছে কিনা অন্যথা এই টাকা দিয়ে কোন জমি বা সম্পত্তি ক্রয় করে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাখাল বেরার হোটেল ব্যবসা রয়েছে এই ব্যবসাতে সেই টাকা সে বিনিয়োগ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী সেচ দফতরের বাঁধ নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন কোন কাজ ঠিকভাবে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যশ প্রভাবিত এলাকায় গিয়ে সেচ দফতরের অনিয়ম সম্পর্কে বলেছিলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। জনগনের টাকা নয়ছয়কারীরা কেউ পার পাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular