skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent NewsBasanti Puja: বাসন্তী পুজোয় সিন্নি চড়ানো হয়ে মাজারে, সম্প্রীতির অনন্য নিদর্শন বালুরঘাটে

Basanti Puja: বাসন্তী পুজোয় সিন্নি চড়ানো হয়ে মাজারে, সম্প্রীতির অনন্য নিদর্শন বালুরঘাটে

Follow Us :

বালুরঘাট: বাসন্তী পুজোয় সিন্নি চড়ানো হয়ে মাজারে। দেশজুড়ে যখন রামনবমী নিয়ে বিজেপি বিভেদের রাজনীতির একটা সুর চড়াচ্ছে, তখন সম্প্রীতির অনন্য নিদর্শন বালুরঘাটের ডাঙ্গি মণ্ডলবাড়িতে।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গি মণ্ডলবাড়ির বাসন্তী পুজো কয়েক শতাব্দী ধরে চলে আসছে। প্রাচীনত্বে নিজস্ব বৈশিষ্ট্যে অন্য যে কোনও বাসন্তী পুজোকে হার মানাবে। এই পুজোয় পালনীয় নিয়মগুলি প্রাচীন শাক্তমতে হয়ে আসছে। একইসঙ্গে এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির সৃষ্টি করেছে।

আরও পড়ুন: Dilip Ghosh: রামকে বিজেপির ‘সম্পত্তি’ বলে পরোক্ষে দাবি দিলীপ ঘোষের

মণ্ডলবাড়ি বাসন্তী পুজো

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক  শতাব্দী প্রাচীন এই মণ্ডলবাড়ির পুজো বর্তমানে যেখানে হয়ে থাকে, সেখানেই পুজোটি প্রায় দেড়শ বছর ধরে হয়ে আসছে। এর আগে এই পুজোটি অন্যখানে হতো। কালের নিয়মে ওই জায়গাটি আত্রেয়ী নদীর গর্ভে বিলীন হয়ে গেলে বর্তমানে এখানে দেড়শ বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে। ওই বাসন্তী পুজো ঘিরে শাক্তরীতি মেনে অনুষ্ঠিত হয় মঙ্গলচণ্ডীর গান।

আরও পড়ুন: Karnataka Muslim: কর্নাটকে মুসলিম ফল বিক্রেতার দোকানে তাণ্ডব রাম সেনার

অষ্টমী শেষ হয়ে তিথি শুরু হতেই বাসন্তী পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় কালীপুজো। আর এই কালীপুজো ঘিরেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য  নজির সৃষ্টি হয়েছে এই পুজোতে। কালীপুজো চলাকালীনই পরিবারের সদস্যরা মুসলিম সম্প্রদায়ের মাজারে গিয়ে সিন্নি চড়ান। মাজারে সিন্নি চড়ানোর পরে পুনরায় এসে মায়ের পুজো আবার শুরু হয়। আর এইভাবেই এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। গ্রামের আপামর মানুষ ছাড়াও আশপাশের বহু মানুষ আসেন এই প্রাচীন পুজো দেখতে।

RELATED ARTICLES

Most Popular