skip to content

skip to content
HomeScrollMidnapore: সিপিএমের উপর একনায়কতন্ত্রের অভিযোগ তুলে বামফ্রন্ট ছেড়ে মেদিনীপুরে আলাদা প্রার্থী ফরওয়ার্ড...

Midnapore: সিপিএমের উপর একনায়কতন্ত্রের অভিযোগ তুলে বামফ্রন্ট ছেড়ে মেদিনীপুরে আলাদা প্রার্থী ফরওয়ার্ড ব্লকের

Follow Us :

পশ্চিম মেদিনীপুর: প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সমস্যা ছিল শাসকদলের মধ্যে। এবার দেখা গেল প্রার্থী নিয়ে বামফ্রন্টের মধ্যেও সমস্যা। সিপিএমের উপর একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় আলাদা প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। অভিযোগ, কংগ্রেস বা নির্দলদের জন্য আসন ছাড়লেও তাদের জন্য কোনও আসন ছাড়েনি সিপিএম।

গত ৩ ফেব্রুয়ারি মেদিনীপুর পুরসভার জন্য বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে ২৫টি আসনের মধ্যে সিপিএম ১৬টি, সিপিআই ৪টি এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জন্য ৫টি আসন ছাড়া হয়। বলা হয় বামফ্রন্টের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফরওয়ার্ড ব্লক ও আরএসপির জন্য কোনও আসন বরাদ্দ করা হয়নি।

মনোনয়ন পর্ব জমা দেওয়ার পর দেখা যায়, মেদিনীপুর পুরসভার ১৫, ২১ ও ২৫ এই তিন আসনে প্রার্থী রয়েছে ফরওয়ার্ড ব্লকের। যা থেকে আরও একবার সামনে এল বামফ্রন্টের মধ্যে ফাটলের ছবি। ফরওয়ার্ড ব্লক নেতা তথা ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ার আলী খানের অভিযোগ, সিপিএম একনায়কতন্ত্র চালিয়েছে। কংগ্রেস ও  নির্দলকে আসন ছেড়েছে। অথচ ফরওয়ার্ড ব্লকের জন্য কোনও আসন ছাড়েনি। তাই তাঁরা প্রার্থী দিয়েছে।

আরও পড়ুন: Barrackpore: ব্যারাকপুরে ধারাল অস্ত্রের কোপ তৃণমূল যুবনেতাকে

এ বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের বক্তব্য, এই ধরণের সমস্যা আগেও ছিল। প্রার্থী নিয়ে অসন্তোষ থাকতেই পারে। ভোটে মানুষ ঠিক করবে কে ঠিক আর কে ভুল।

RELATED ARTICLES

Most Popular