skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরKanchan Kanya Accident: একটা বড় ঝাঁকুনি, ট্রেনের ভিতরেই পড়ে যাচ্ছিলাম আমরা

Kanchan Kanya Accident: একটা বড় ঝাঁকুনি, ট্রেনের ভিতরেই পড়ে যাচ্ছিলাম আমরা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: হঠাৎ বড়সড় একটা ঝাঁকুনি। আমরা বসেই ছিলাম। ঝাঁকুনিটায় পড়ে যাওয়ার উপক্রম। কয়েকজন অল্পবিস্তর চোটও পেয়েছেন দেখলাম। বৃহস্পতিবার বরাত জোরে রক্ষা পাওয়া কাঞ্চনকন্যায় সফর করা অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এভাবেই তাঁর অভিজ্ঞতার কথা জানালেন।  আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যায় সফর করছিলেন টালিগঞ্জের পরিচিত মুখ জয়জিৎ।

রেল সূত্রে খবর, লাইনে কাজ হচ্ছিল। কিন্তু পুরো বিষয়টাই ছিল চালক বা স্টেশন মাস্টারের অজানা। লাইনের উপর সিলিন্ডার রেখে চলছিল ঝালাইয়ের কাজ। ঠিক সেই লাইন দিয়েই ছুটে আসছিল কাঞ্চনকন্যা। চালক দেখতে পান রেল লাইনে কাজ হচ্ছে। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামান। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এক্সপ্রেস।

অভিনেতা তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বললেন, আমি কয়েক দিনের ছুটিতে নর্থ বেঙ্গল যাচ্ছি। জলদাপাড়ার একটি চা বাগানে থাকব। আমার এক দাদা সেখানকার ম্যানেজার। কয়েকদিন ওখানেই থাকব। কিছু মুহূর্ত আগে পর্যন্ত ঠিকঠাকই চলছিল। ঝাঁকুনিটাই আতঙ্ক ধরিয়ে দিল। রক্ষা পেয়েছি। বেঁচে আছি। এটাই বড় কথা। কীভাবে এমন ঘটল সেই বিষয়টা রেলের তদন্ত করে দেখা উচিত।

আরও পড়ুন- Bengal Weather Update: শুক্রবার থেকে বৃষ্টি উত্তরবঙ্গে, আগামী দু’তিন দিনেই বর্ষা

 

RELATED ARTICLES

Most Popular